7 March 2024

শাহরুখের সঙ্গেও নাম জড়ায়, বিস্ফোরক ঐশ্বর্য 

TV9 Bangla

ঐশ্বর্য রাই বচ্চন, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক জল্পনায় নাম জড়িয়েছে তাঁর। কখনও সম্পর্ক, কখনও আবার বিচ্ছেদ। ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে বরাবরই ভক্তমনে কৌতুলহের পারদ থাকে তুঙ্গে। 

কার সঙ্গে ঘনিষ্ট তিনি, কার সঙ্গে মেলামেশা করছেন, কাদের সঙ্গে উঠছেন বসছেন, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। যা নিয়ে রীতিমত বিরক্ত অভিনেত্রী। 

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, অধিকাংশ অভিনেতাদের সঙ্গেই আমার নাম জড়িয়ে দেওয়া হয়। শাহরুখ খান থেকে অভিষেক বচ্চন। 

বিষয়টা যে তিনি ভাল চোখে দেখছেন না, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছিলেন। ঐশ্বর্যর সঙ্গে সলমন খানের বিচ্ছেদের পর বিবেক ওবেরয়, অভিষেক বচ্চন এমন কি হৃত্বিককে নিয়েও চর্চা ছিল তুঙ্গে।

সবটাই ঐশ্বর্য মেনে নিয়েছিলেন। খুব একটা মিডিয়ার সামনে মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তিনি বরাবরই এই সব বিষয় চুপ থাকতে পছন্দ করেন। 

বিয়ের পরও মেলেনি স্বস্তি। সেখানেও তাঁর সঙ্গে পরিবারের সকলের কেমন সম্পর্ক তা নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। প্রশ্ন ওঠে বিবাহ বিচ্ছেদ নিয়েও। 

এমন কি অমিতাভ বচ্চনের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে প্রশ্ন তোলা হয়। যা নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি ছিলেন না কেউ-ই। ছড়িয়ে পড়েছিল অমিতাভের সঙ্গেও নাকি ঘনিষ্ট তিনি।

বর্তমানে ঐশ্বর্য নিজের কোনও বিষয়ই কথা বলতে পছন্দ করেন না। সিনেপাড়া থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। তবে ছবি করবেন না, এমনটা কখনই নয়।