kajol
insomnia 3

30 January 2024

এভাবে কাজলকে অপমান করলেন অজয়?

credit: pexels

image

TV9 Bangla

kajol 8

কাজল ও অজয় দেবগণ, একে অন্যের সঙ্গে সংসার করছেন আজ বহুদিন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। প্রথম থেকেই তাঁদের সম্পর্ক সকলের কাছে ভীষণ স্পষ্ট। 

kajol 6

বরফ গ্রহ ইউরেনাসের ব্যাসার্ধ 25,362 কিমি। ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস 216 ডিগ্রি সেলসিয়াস থাকে। সূর্যকে এক বৃত্তাকার করতে 84 বছর সময় লাগে।

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল, সেই সকল খবর। তাঁদের সম্পর্কের জল্পনায় প্রথমেই যা জায়গা করে নিয়েছিল তা হল তাঁদের প্রেমকাহিনি। 

kajol 5

কাজল ও অজয় দেবগণকে লাভ গুরু বলেই মনে করতেন। কাজল প্রথম থেকেই চেয়েছিলেন যে অজয়ের সঙ্গেই সংসার করতে। পরিবারের সকলকে সেটাই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তবে কেমন আছেন তাঁরা। 

বলিউডের অন্যতম সেলেব জুটি কাজল ও অজয় দেবগণ বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।

তাঁরা বিয়ে করেছেন আজ দেখতে দেখতে ২৫ বছর হতে চলল। দুই সন্তানের বাবা-মা তাঁরা। এক কথায় সুখী গৃহস্থ জীবন। বলিপাড়ার সফল জুটি তিনি।

তবে জানেন কি, কাজল ও অজয় দেবগণ প্রথমে প্রেম করতেন না। বিষয়টা একটু খুলে বলা যাক। অজয় দেবগণ প্রথমে কাজলের কাছে ছিলেন লাভগুরু।

কাজলের সম্পর্ক জনিত কোনও সমস্যা হলে তিনি ছুটে যেতেন অজয় দেবগণের কাছে। সেখান থেকেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। বাড়তে থাকে ঘনিষ্ঠতা।

তবে স্ত্রী হিসেবে কেমন কাজল? একবার সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অজয় দেবগণ। বাড়িতে কি তিনি রান্না করে দেন? মোটেও নয়। 

কাজল নাকি ভীষণ ভাল রান্না করতে পারেন, তা নাকি কেবল জল গরম। স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ। তবে অজয় দেবগণ ভাল রান্না করতে পারেন বলেই দাবি কাজলের।