১২ বছর আগে শুরু হয়েছিল এই সফর। অজয় দেবগনকে নিয়ে মাঠে নেমেছিলেন পরিচালক রোহিত শেট্টি। ছবির নাম ছিল সিংঘম।
অজয় দেবগন আর রোহিত শেট্টি জুটির এই ছবি সিংঘম রাতারাতি বলিউডে ঝড় তুলেছিল। এক দশক হয়ে গেলেও এই ছবির চাহিদা বিন্দুমাত্র কমেনি।
এরপর ছবির সিক্যোয়েলে আসে সিম্বা তারপর আসে সূর্যবংশী। প্রথমটা রণবীর সিং ও দ্বিতীয়টায় অক্ষয় কুমার জায়গা করে নিয়েছিলেন।
তবে প্রতিটি ছবিতেই অজয় দেবগণের উপস্থিতি ছিল বাধা ধরা। এবার আসছে সিংঘম রিটার্নস। হয়ে গেল শুভ মহারাজ। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট বর্তমান।
যেখানে উপস্থিত থাকতে দেখা গেল রোহিত শেট্টি অজয় দেবগন ও রণবীর সিংকে। কিন্তু কোথায় অক্ষয় কুমার? তিনি কি থাকছেন না এই ছবিতে?
না, থাকছেন। বর্তমানে তিনি তাঁর ছবির প্রচারে ব্যস্ত। সেই কারণেই এই বিশেষ পুজোর দিন উপস্থিত থাকতে পারেননি সিংঘম টিমের সঙ্গে।
তবে দর্শক ও ছবির টিমের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন অক্ষয় কুমার। তিনি বলেছেন উত্তেজনা ধরে রাখতে পারছেন না, কবে যোগ দেবেন এই টিমের সঙ্গে।
পুলিশ ইউনিভার্সেল অন্যতম এই সিংঘম সিরিজ দর্শক মনে বারবার ঝড় তুলেছে। তাই এই ছবিও যে বক্স অফিসে ভাল জায়গা করে নেবে, তা আগে থেকেই অনুমান করে নেওয়া যায়।