রণবীরের দ্বিগুন সম্পত্তি আলিয়ার
20 September 2023
রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের বর্তমানে সর্বাধিক চাহিদা যে জুটির তুঙ্গে তাঁদের ঝুলিতে কত কোটি? একের পর এক কাজও পাচ্ছেন তাঁরা মোটা টাকায়
অর্থাৎ আলিয়া ভাট ও রণবীর কাপুর কেরিয়ারের শুরু থেকে একের পর এক বিগ বাজে ছবি করেছেন। বহু ব্র্যান্ডের সঙ্গেও তাঁরা যুক্ত রয়েছেন সমান তালে।
ফলে আয়ের অঙ্ক নেহাতই কম নয়। আর সেই মোটা টাকা আয় করে এখনও পর্যন্ত এই জুটি কত কোটির মালিক হল চলুন দেখে নেওয়া যাক।
এক্ষেত্রে বলা যায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের মিলিত সঞ্জয়ের পরিমাণ হল ৮০০ কোটি টাকা। টাকার অঙ্ক নেহাতই কম নয়।
তবে এই হিসেব যদি ভেঙে বলতে হয় তাহলে দেখা যাবে আলিয়া ভাটের দ্বিগুণ সম্পত্তি। অর্থাৎ রানবির কাপুরের দ্বিগুন অর্থ রয়েছে আলিয়ার ঝুলিতে
এযাবৎকাল রণবীর কাপুরের আয় ২৯০ কোটি টাকা। অন্যদিকে আলিয়া ভাটের আয় ৫০৩ কোটি টাকা। মানে বোঝাই যায় পাল্লা ভারী কার
তবে এই সম্পত্তির তালিকায় যাদের বাড়ি বা পৈতৃক সম্পত্তি মিলিয়ে মোট সংখ্যার উল্লেখ নেই। তাঁদের সঞ্চয় থাকা আর্থিক অঙ্কের পরিমাণই এখানে তুলে ধরা হল
শ্বেতা তিওয়ারি, টেলিদুনিয়ার জনপ্রিয় মুখ হলেও লক্ষ্য ছিল তাঁর বলিউড। বহুদিন ধরে স্বপ্ন দেখেছেন তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন।
Learn more