24th June, 2025

নায়িকার আড়ালে 'গুপ্তচর'! বলিউডের এই ৫ অভিনেত্রীকে চিনে নিন

TV9 Bangla 

Credit - Pinterest , X 

আজকাল সর্বত্র পুরুষ ও মহিলাদের সমান গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। সিনেদুনিয়াতেও মহিলা অভিনেত্রীরা দিন দিন গুরুত্ব পাচ্ছেন।

এখন সিনেমায় অভিনেত্রীরা শুধু রোমান্স বা আবেগঘন দৃশ্যের জন্য পরিচিত নন। বরং এখন নায়কদের মতো তাঁরাও ভিলেদরে সঙ্গে লড়াই করেন।

বলিউডের এমন অনেক নায়িকা আছেন, যাঁরা নানা সিনেমায় গুপ্তচর হয়ে শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করেছেন। অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয়ও করেছেন। রইল তেমন ৫ অভিনেত্রীর তালিকা।

ক্যাটরিনা কাইফ - টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়ে গুপ্তচর চরিত্রে অভিনয় শুরু করেছিলেন। সেই সিনেমায় পাকিস্তানী ISI এর ভূমিকায় অভিনয় করেছিলেন। ক্যাটরিনা সেখানে অনেক অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করেছিলেন।

আলিয়া ভাট - রাজি সিনেমায় সরল ও নিষ্পাপ মেয়ের ভূমিকায় ছিলেন। পাকিস্তানে গিয়ে শত্রুদের ঘাম ঝরিয়েছিলেন। RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে আলিয়া অনেক লড়াইয়ের দৃশ্যেও অভিনয় করেছিলেন।

তাপসী পান্নু - শাবানা ও বেবির মতো সিনেমায় অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর দুটি চরিত্রই শক্তিশালী ও প্রশংসনীয়। এই ছবিগুলিতে RAW এজেন্টের ভূমিকায় ছিলেন তাপসী। দুর্দান্ত অভিনয় করেছিলেন।

প্রীতি জিন্টা - প্রীতি জিন্টা অনেক দুর্দান্ত সিনেমায় কাজ করেছেন। The Hero: Love Story of a Spy ছবিতে তিনি একজন স্পাই ছিলেন। তাঁর চরিত্রটি বেশ প্রশংসা পেয়েছিল।

সোনাক্ষী সিনহা - ফোর্স ২ সিনেমাটি খুব বেশি আয় করতে পারেনি, কিন্তু সোনাক্ষী সিনহা এই ছবিতে একজন RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ছিল। তা নিজেই করেছিলেন।