মাদাম তুসোয় 'পুষ্পা' রাজ
19 September 2023
'পুষ্পা' রাজই বটে। আল্লু অর্জুনকে ঘিরে এখন ভক্তমহলে চর্চা তুঙ্গে। 'পুষ্পা' লুকে আবির্ভাব হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে ভক্তমহলে উত্তেজনা
গোটা বিশ্বে বর্তমানে তাঁর জনপ্রিয় তুঙ্গে, সকলেই তাঁকিয়ে রয়েছে তাঁর পরবর্তী ছবির দিকে। এক বছর ধরে চলছে পুষ্পা ছবির কাজ
প্রতি নিয়ত খবরের শিরোনামে তাই দক্ষিণী সুপারস্টার। এবার তাঁর মুর্তি তৈরি করা হচ্ছে। ইচ্ছে করলেই আল্লুর সঙ্গে তুলে নেওয়া যাবে সেলফি
কোথায় তৈরি হচ্ছে এই মুর্তি? মাদাম তুসোর মিউজিয়ামে এবার মোমের মুর্তি তৈরি করা হচ্ছে আল্লু অর্জুনের। এবার শাহরুখ-অমিতাভের পাশে থাকবে আল্লুর মুর্তি
বিদেশে গেলেই দেখা মিলবে তাঁর। আল্লুর কাছে এটা এক বড় পাওনা। তাঁর ভক্তদের কাছেও এটি বেশ আনন্দের খবর, সকলের মনেই উচ্ছ্বাস
বর্তমানে তিনি পুশ্পা ২ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবির প্রতিটা খবর। আল্লু আর্জুনের সিনেপাড়ায় চাহিদা এখন তুঙ্গে
বহু ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। তারই মাঝে শোনা গিয়েছে পুষ্পা ২ এর পর নাকি তাঁর ঝুলিতে থাকতে পারে পুষ্পা ৩ ছবিও
যদিও এই প্রসঙ্গে বিন্দুমাত্র মুখ খোলেননি অভিনেতা আল্লু অর্জুন। ছবির প্রসঙ্গে আল্লু মুখ খুলতে নারাজ। ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে পুষ্পা ২
Learn more