09 October 2023
KBC সেটে কেঁদে ফেললেন অমিতাভ
অমিতাভ বচ্চন, বলিউডের প্রবীণ অভিনেতা, অভিভাবকও বটে। তাঁর জন্মদিন বলে কথা। ১১ অক্টোবর, জন্মদিন বিগ বির। গোটা দেশ জুড়ে এদিন চলে সেলিব্রেশন
ফ্যান ক্লাব থেকে শুরু করে ভক্তরা, সকলেই প্রিয় স্টারকে শুভেচ্ছা জানাতে ভোলেন না। পরিবারের সকলের সঙ্গেই এই বিশেষ দিনটি কাটাতে পছন্দ করেন তিনি।
তবে এবার KBC-র সেটে আয়োজন করা হল বিশেষ প্ল্যানের। সমস্তটা দেখে আবেগঘন অমিতাভ। সকলের ভালবাসায় ভাসলেন তিনি। সকলের ভালবাসা গ্রহণও করলেন
যদিও চোখে ছিল জল। চোখ ছল ছল করে উঠল। কেঁদে ফেললেন ক্যামেরার সামনেই। বললেন, আর কত কাঁদাবেন আপনারা আমায়। অমিতাভকে শ্রদ্ধা করে গোটা
ইন্ডাস্ট্রি। টসকলের কাছেই তিনি যেন এক কথায় গুরুদেব। সকলের সঙ্গে পাল্লা দিয়ে কাট করে চলেছেন বলিউডে। একের পর এক ছবি বক্স অফিসে হিট।
কণকণে ঠাণ্ডায় হোক কিংবা রোদে, গরমে, অমিতাভ বচ্চন বরাবরই নিজেকে প্রমাণ করেছেন একজন তরুণ অভিনেতা হিসেবেই, বার্ধক্যজনিত কোনও সমস্যা খুব একটা ভোগায় না
অসুস্থ হয়েছেন বারবার, কিন্তু ক্যামেরা ছেড়ে থাকার কথা যেন তিনি ভাবতেই পারেন না। অমিতাভ বচ্চন এমনই এক স্টার। ৮০ বছরেও যিনি ফিট ফাইন।
একের পর এক ছবি এখন তাঁর পাইপলাইনে। এবার টাইগার শ্রফ ও কৃতি স্যাননের সঙ্গে দেখা যাবে তাঁকে। লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা।
Learn more