শাহেনশাহর ৮১তম জন্মদিন বলে কথা। মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু সেলিব্রেশন। দর্শকদের বিপুল উচ্ছ্বাসে জলসা-র সামনে পাল্টে গিয়েছিল মধ্যরাতের ছবি।
তাই নিজেকে আটকাতে না পেরে মধ্যরাতেই দর্শক দরবারে নিয়ম মাফিক খালি পায়ে হাজির হলেন অমিতাভ বচ্চন। সকলকে হাত জোড় করে জানালেন ধন্যবাদ।
বরাবরই খালি পায়ে দর্শক দরবারে হাজির হয়ে থাকেন অমিতাভ বচ্চন। কারণ তিনি মনে করেন তিনি আজ যা হয়েছেন সবটাই তাঁর ভক্তদের জন্যই।
তিনি বারবার এই একই কথা বলে থাকেন। আর তাই দর্শকদের সঙ্গে দেখা করা মানে তাঁর কাছে মন্দিরে উপস্থিত হওয়ার মতো। সেই কারণেই তিনি খালি পায়ে এসে থাকেন।
অমিতাভ বচ্চনের জন্মদিন বলে কথা। এদিন সকলেই তাঁকে শুভচ্ছা বার্তা জানান। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভ জন্মদিনের বার্তা। তালিকা থেকে বাদ পড়েননি শাহরুখ খান
তিনিও অমিতাভ বচ্চনের উদ্দেশে এক দীর্ঘ পোস্ট করেন। যেখানে তাঁর ও অমিতাভের একসঙ্গে তোলা একটি ছবি তিনি পোস্ট করেন। পাশাপাশি কৃতজ্ঞতা স্বীকার করেন অমিতাভের অবদানের।
এদিন একবার নয়, দুবাই দর্শকদের সঙ্গে দেখা করে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। গলায় পালা, সকলের ভালবাসা দেখে মুখে হাসি বিগ বির। হাত জোড় করে জানালেন ধন্যবাদ।
অমিতাভ বচ্চন ১১ অক্টোবর ৮১-তে পা দিলেন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রির সফর হয়ে গেল ৫০ বছরের বেশি। এখনও তাঁর ছবি মানেই দর্শক মনে আলাদা উত্তেজনা, কারণ আজও তিনি রাজ করছেন সিনেদুনিয়ায়