Amitabh 8

04 October 2023

গোপনে বিয়ে করলেন উরফি?

বর্তমানে কেবিসি রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। সেখানেই শোয়ের মাঝে মাঝে মধ্যেই নানা প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় তাঁকে

বর্তমানে কেবিসি রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। সেখানেই শোয়ের মাঝে মাঝে মধ্যেই নানা প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় তাঁকে

ব্যক্তিগত জীবনের একাধিক অভিজ্ঞতা শেয়ার করে নিতে দেখা যায় বিগ বিকে। নিজের কলেজ জীবনের কষ্টের দিনগুলোর কথা এবার জানালেন তিনি

ব্যক্তিগত জীবনের একাধিক অভিজ্ঞতা শেয়ার করে নিতে দেখা যায় বিগ বিকে। নিজের কলেজ জীবনের কষ্টের দিনগুলোর কথা এবার জানালেন তিনি 

তিনি B.Sc নিয়ে পড়াশুনা করছিলেন। যদিও এই সিদ্ধান্তকে তিনি ভুল বলেই জানান। কারণ তাঁর বিষয়টা খুব কঠিন বলে মনে হত। সেই কারণেই তাঁর পড়তে ভাল লাগত না।

তিনি B.Sc নিয়ে পড়াশুনা করছিলেন। যদিও এই সিদ্ধান্তকে তিনি ভুল বলেই জানান। কারণ তাঁর বিষয়টা খুব কঠিন বলে মনে হত। সেই কারণেই তাঁর পড়তে ভাল লাগত না।

পড়ার ক্ষেত্রে তাই সৃষ্টি হয়েছিল অনিহা। অতি কষ্টা কেটেছে তাঁর সেই তিনটে বছর। যেখানে এবার তিনি ফেল করেছিলেন বলেও জানিয়েছিলেন। পদার্থবিদ্যায়।

তাঁর কথায়, আমি তো একবার পদার্থবিদ্যায় ফেল করে গিয়েছিলেন। পরে আবার পরীক্ষা দিয়ে আমায় পাশ করতে হয়। অমিতাভ জানান সেই কারমেই তাঁর কলেজ জীবন সুখকর হয়নি। 

বর্তমানে তিনি বলিউজ শাহেনশাহ। একের পর এক ছবি তাঁর ঝুলিতে। এবার দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন তিনি। দেখা যাবে রজনীকান্তের সঙ্গে। 

থালাইভার সঙ্গে করা এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে। তিনি এখন ব্যস্ত রয়েছেন তাঁর রিয়্যালিটি শোয়ের কাজ নিয়েই কেবিসি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ শো, তা তাঁর ভক্তরা জানেন। 

অমিতাভ বচ্চনের কেরিয়ারে এক বড় ভূমিকা পালন করে এই রিয়্যালিটি শো। কারণ বিপদের সময় কেবল এই চ্যালনই তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ছিল কিছু ইন্ডাস্ট্রির বন্ধুও।