05 March, 2024

 অম্বানি অনুষ্ঠান ভাল লাগেনি? এ কী বললেন অমিতাভ

credit: Pinterest

TV9 Bangla

সদ্য সপরিবারে আম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টিতে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চন আরাধ্যা বচ্চন অভিষেক বচ্চন শ্বেতা সকলকে নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন জামনগরে।

আর সেখানে গিয়ে সকলে নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। পুত্র ও পুত্রবধূর মধ্যে সম্পর্কে সমীকরণ যে বেশ রয়েছে, তাও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। 

এদিন সকাল থেকে যে যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায় সেখানে কখনও অম্বানিদের সঙ্গে কথা বলছেন অমিতাভ, কখনও পরিবারের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করছেন তিনি।

 আর সেই অনুষ্ঠান থেকে ফিরে এবার সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করলেন অমিতাভ। লেখেন এমন অভিজ্ঞতা তাঁর আগে হয়নি। সত্যি অম্বানি বলি এটা সম্ভব হয়েছে। 

প্রি ওয়েটিং আসর কে যে এতটা গালা সেলিব্রেশনে ঢেলে সাজানো সম্ভব তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। পপ সিঙ্গার রেহানা তালিকা থেকে বাদ পড়েনি। 

৭৪ কোটি টাকার বিনিময় সকলকে মনোরঞ্জন দিয়ে গিয়েছেন তিনি আর এই সকল অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে পরিবারের পক্ষ থেকে আম্বানি পরিবারকে ধন্যবাদ জানালেন অমিতাভ বচ্চন।

ফলে খারাপ লাগার প্রশ্নই নেই। উল্টে তাঁর যে বিষয়টা বেশ ভাল লেগেছে, তা তিনি একপ্রকার স্পষ্ট করে দেন তাঁর পোস্টে। 

তিনি নন, এই পরিবারকে ধন্যবাদ জানালেন অনেকেই। অনেকেই স্পষ্ট করে দিলেন যে অম্বানিদের সৌজন্যেই এমন মুহূর্তের সাক্ষী থাকতে পারলেন তাঁরা।