কার সঙ্গে পরিচয় করালেন অপরাজিতা?
18 September 2023
অপরিচিতা আঢ্য, বরাবরই সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয়। মাঝে মধ্যেই তাঁর পোস্ট সকলে নজর করে। কখনও নাচ, কখনও আবার মজার পোস্ট।
ব্যতিক্রম হল না তাই এবারও। এক নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অপরাজিতা। বর্তমানে তিনি নতুন ধারাবাহিকের কাজে ব্যস্ত
তারই সেখান থেকেই তাঁর এক প্রিয় পাত্রীর সঙ্গে সাক্ষাৎ করালেন অভিনেত্রী। তার নাম চিনি। ছোট্ট একটা বিড়াল ছানা। পাশে বসে অপরাজিতার
অপরাজিতার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অপরাজিতার দিকে। তার সঙ্গে ভিডিয়ো তুলে অভিনেত্রী।
অপরাজিতার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অপরাজিতার দিকে। তার সঙ্গে ভিডিয়ো তুলে অভিনেত্রী। শেয়ারও করলেন তা।
অপরাজিতার এই পোস্ট পলকে সকলের নজর কাড়ল। ছোট্ট বিড়াল ছানার সঙ্গে সেলফিও তুলে তা শেয়ার করলেন অপরাজিতা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।
অপরাজিতা আঢ্য দর্শক মহলে ভীষণ জনপ্রিয়। ছোট পর্দা কিংবা বড় পর্দা, তাঁর অভিনয় দাপটে বিন্দুমাত্র খামতি থাকে না। তাই বারে বারে প্রশংসিত তাঁর কাজ।
লক্ষ্মী কাকিমার পর আবারও ফিরছেন তিনি সিরিয়ালে, এবার স্টার জলসার পর্দায়। বর্তমানে তারই শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। তারই কাজের মাঝে খানিকটা মজা।
Learn more