হারিয়ে যাচ্ছে হলুদ ট্যাক্সি, আক্ষেপ অপার
12 September 2023
টেলিভিশন থেকে শুরু করে বড়পর্দা, পাল্লা দিয়ে কাজ করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য
লক্ষ্মী কাকিমা ধারাবাহিকের পর আবারও ফিরছেন তিনি সিরিয়ালে, এবার স্টার জলসার পর্দায়
তারই শুটিং-এ কলকাতার বুকে ব্যস্ত অপরাজিতা। হঠাৎই মুখ খুললেন হলুদ ট্যাক্সি নিয়ে, শেয়ার করলেন একটি ভিডিয়ো
জানালেন, দিন দিন কলকাতার বুকে কমে যাচ্ছে হলুদ ট্যাক্সি, এখন মানুষ আর বেশি হলুদ ট্যাক্সি ব্যবহার করে না
তবে শুটিং-এ সব সময় হলুদ ট্যাক্সি ব্যবহার করা হয়ে থাকে, কারণ একটাই, এতে শুটিং-এ সুবিধে হয়
পাশাপাশি কলকাতার ঐতিহ্যটাও বজায় রাখা যায়। তাঁর কথায় তাঁর দুই বাড়ি হাওড়া ও বেহালার সঙ্গে হলুদ ট্যাক্সির এক মজার গল্প জড়িয়ে
হলুদ ট্যাক্সি অধিকাংশ সময়ই এই দুই জায়গাতে যেতে চাইতো না, একগাল হাসি নিয়ে অপরাজিতা এদিন দর্শকদের উদ্দেশে এই বার্তা রাখলেন
ভিডিয়ো শেয়ার করা মাত্রই তা পলকে সকলের নজর কাড়ল, এখনও পর্যন্ত কলকাতার বুকে ছবির প্রচার মানেই হলুদ ট্যাক্সির ডাক পড়ে
Learn more