অরিজিৎ সিং, এক কথায় বলতে গেলে তাঁকে নিয়ে ভক্ত মনে উত্তেজনার পারদ বরাবরই থাকে তুঙ্গে। কেরিয়ারের শুরুতে যিনি নিজেকে প্রমাণ করতে চোখের জল ফেলেছেন বহু।
তাঁর কথায়, কেউ পছন্দই করতেন না তাঁর আসল কণ্ঠস্বর। একটা সময় দেওয়ালে যখন পিঠ থেকে যায় অরিজিতের, তখন তিনি নিজেকে পাল্টাতে শুরু করেন।
নিজের গলাকে ভেঙে ধীরে ধীরে তাতে অন্য রূপ দেওয়া। পাল্টে ফেলা সম্পূর্ণ রূপে। এই জার্নিটা মোটেও সুখকর ছিল না অরিজিতের কাছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিং স্বীকার করে নেন যে তিনি মোটেও খুশি ছিলেন না এই সিদ্ধান্তে। শ্রোতারা যে কণ্ঠস্বর তাঁর পছন্দ করছেন, ভালবাসা দিচ্ছেন তা, তৈরি করেছেনে তিনি নিজে।
অরিজিৎ বর্তমানে এমন অনেক প্রসঙ্গে কথা বলছেন, যা একটা সময় এড়িয়ে যেতেন। মূলত তিনি সাক্ষাৎকার দিতেই পছন্দ করতেন না।
তাঁর এক একটি শোয়ের টিকিট মোটা টাকায় বিক্রি হয়ে থাকে। মোটা টাকা দর্শকেরা ব্যয় করে থাকেন তাঁর গান শোনার জন্য। যদিও অরিজিৎ প্রসঙ্গে শোনা যায় অন্যখবর।
তিনি নাকি কোনও টাকাই দাবি করেন না। যে যা দেন তিনি তাই নিয়ে থাকেন। তবে সোশ্যাল মিডিয়ায় অন্য খবর বর্তমান। শোনা য়ায় তিনি নাকি ২-৩ কোটি টাকা নিয়ে থাকেন।
যে কোনও ছবিতে একটি গান গাইতে তিনি মোটা টাকা নিয়ে থাকেন। যা নমিয়ে কোথাও কোনও উল্লেখ করেন না তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়।