13 January, 2024

অরিজিতের আক্ষেপ

credit: istock

TV9 Bangla

ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। সর্বভারতীয় এক জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। 

যেটাকে ‘রিয়্যালিটি শো’ বলা হয়। সেই শোতে অংশ নিয়ে তিনি বিজয়ী হননি ঠিকই, তবে তাঁর গান লোকের মনে গেঁথে গিয়েছিল তখন থেকেই। 

রিয়্যালিটি শো শেষ হওয়ার পর গান গাওয়ার সুযোগ আসে তাঁর এবং একের পর-এক ছবি এবং মিউজ়িক ভিডিয়োতে গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অরিজিৎ।

তবে শুরুটা মোটেও একটা সুখকর ছিল না। একের পর এক গান রেকর্ড হলেও তিনি সেভাবে কাজের সুযোগ পাচ্ছিলেন না। দিনের পর দিন মুম্বইতে মাটি কামড়ে পড়েছিলেন। 

‘টুটা হুয়া সাজ় হু মে, খুদসে হি নারাজ় হু ম্যায়’ গানের উপর ভরসা করে সাফল্য়ের নৌকোয় যাত্রা শুরু করা অরিজিতের এই কণ্ঠ নাকি আসল নয়।

এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়ে তাঁর অনুরাগীদের ভুল ভাঙিয়েছেন অরিজিৎ। এবং বলেছেন, দিনের পর-দিন মেহনত করে নতুন কণ্ঠ তৈরি করেছেন তিনি।

অরিজিৎ বলেছেন, “আমি আমার কণ্ঠকে টুকরো-টুকরো করে ভেঙেছি। আমার কণ্ঠ এমন মোটেও ছিল না। অন্যরকম ছিল। তিলে তিলে তৈরি করতে হয়েছে এই গলা। 

যা মোটেও পছন্দ ছিল না অরিজিতের। তিনি এই সময়টা ভীষণ কষ্টের। খুব আক্ষেপও হয়েছিল অরিজিতের। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে  এমনটাই জানিয়ে ছিলেন অরিজিৎ।