ওয়ার্ক ফর্ম সিনেমাহল? 'জওয়ান' জ্বরে বেঙ্গালুরু
12 September 2023
'জওয়ান' ছবির জ্বরে কাবু গোটা দেশ, কিছুতেই যেন ঘোর কাটছে না শাহরুখ প্রেমীদের, এও সম্ভব?
মাত্র চার দিনে ছবি ঘরে তুলল ৫০০ কোটি টাকা। বিশ্বজুড়ে এই আয়ের অঙ্ক সকলকে তাক লাগিয়ে দিল
দেশের বুকে ছবি এখনও পর্যন্ত আয় করেছে মোট ৩১৬ কোটি টাকা, ঝড়ের গতিতে ভাইরাল এই খবর
শাহরুখ খান বর্তমানে ভক্তদের তাই প্রতিটা পোস্ট থেকে পদক্ষেপ চুটিয়ে উপভোগ করছেন, এমনই সময় সামনে এল এক অন্য খবর
বেঙ্গালুরুতে বেড়ে গিয়েছে ওয়ার্ক ফর্ম হোম-এর আবেদন। শাহরুখ খানের ছবি দেখার জন্য সিনেমাহলেই ল্যাপটপ খুলছেন ভক্তরা
খবর নেটদুনিয়ায় বর্তমানে ভাইরাল। শাহরুখ খান বর্তমানে তাঁর জওয়ান ছবির বক্স অফিস কালেকশন দেখে নিশ্চয়ই খুশি
ভক্তদের বিশ্বাস ছিল কিং ফিরবেন, তিনি ফিরেছেন, শাহরুখ খান নিজেই জানিয়েছিলেন, তার পরবর্তী তিন ছবিই হিট হবে
শাহরুখ খানের সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হচ্ছে, এবার দেখার আগামী ছবি 'ডানকি' দর্শক মনে কতটা ঝড় তোলে
Learn more