21 JAN 2025

সইফের জীবন জুড়ে বিতর্কের ঝড়, কী কী খেল দেখিয়েছেন ছোটে নবাব

credit:PTI

TV9 Bangla

নিজের বাড়িতেই আততায়ীর হাতে ছুরিকাঘাতে আহত হয়েছেন বলি অভিনেতা তথা ছোটে নবাব সইফ আলি খান। তা নিয়ে বর্তমানে বলিউডে জোর বিতর্ক। সইফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

ফলে গত কয়েকদিনে খবরের শিরোনামে ছোটে নবাব। তবে বিতর্ক তাঁর বিপক্ষেও কম নেই। নানা বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়েও সমালোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি।  

ছোটে নবাব আর বিতর্ক যেন সমার্থক শব্দ। এর আগে বহুবার নানা কারণে আদালতে যেতে হয়েছে তাঁকে। জানেন সইফকে ঘিরে আর কী কী বিতর্ক আছে?

২০১২ সালে, সইফ আলি খান তাঁর পরিবারের সঙ্গে একটি পাঁচ তারা হোটেলে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সেখানে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি।

বাকবিতণ্ডা চলার সময় সেই ব্য়বসায়ীকে মারধর করেন সইফ। এর পরেও সইফের নামে পুলিশে মামলা করা হয়।

কয়েক বছর আগে ওটিটিতে রিলিজ করেছিল সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ 'তাণ্ডব'। দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল ছোটে নবাবের অভিনয়। সঙ্গে জড়িয়ে পড়েন বিতর্কেও।

'তাণ্ডব' ওয়েব সিরিজে দেখানো কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলে বিরোধিতা করে কিছু হিন্দু সংগঠন। সেই বিরোধীতায় চরমে পৌঁছোলে ওয়েব সিরিজ টিম এবং সইফকে ক্ষমা চাইতে হয়।

এখানেই শেষ নয়, 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুট্যিং চলাকালীন কৃষ্ণসায়র হরিণ হত্যার কারণে বিস্তর বিতর্কে জড়ান সলমন খান। যা নিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের 'ভাইজান'।

সলমনের সঙ্গে সেই দিন গাড়িতে উপস্থিত ছিলেন ওই সিনেমার আরও অনেক অভিনেতা। তার মধ্যে আছেন সইফ আলি খান, টাবুর মতো বলি তারকারাও। হালে নিজের বাড়িতে ছুরিকাঘাতের পরে ফের লাইমলাইটে সইফ।