16 February 2024

প্রাক্তন স্বামী প্রসেনজিৎকে নিয়ে প্রশ্ন করতেই রাগলেন দেবশ্রী 

TV9 Bangla

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক সম্পর্কের হাতছানি ছিল তাঁর জীবনে। বিয়ে করেছেন তিন। 

কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। তাই বাঙালি বাড়িতে মাছ পাওয়া যাবে না এমনটা হয় না। সারা সপ্তাহ মোটামুটি মাছ আসে বাঙালির হেঁশেলে।

যদিও টলিপাড়ার সুপারস্টার তা নিয়ে কখনই কোনও কথা বলেন না। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতেই পছন্দ করেন তিনি। যা ফেলে এসেছেন, খুব একটা পিছনে ফিরে তাকান না আর। 

সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তেমনই। বর্তমানে অর্পিতা চট্টোপাধ্যয়াের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। রয়েছে তাঁদের এক পুত্র সন্তানও। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তিনি প্রথম স্ত্রী। দেবশ্রী রায়কে ভালবেসে বিয়ে করেছিলেন টলিপাড়ার ইন্ডাস্ট্রি। তাঁদের বিয়ে হয় ১৯৯২ সালে। তবে সেই বিয়ে খুব বেশিদিন স্থায়ী হয়নি। 

কিছুদিনের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা হয়। মাত্র তিন বছরের মেয়াদ ছিল তাঁদের সম্পর্কের। ১৯৯৫ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। 

কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। তাই বাঙালি বাড়িতে মাছ পাওয়া যাবে না এমনটা হয় না। সারা সপ্তাহ মোটামুটি মাছ আসে বাঙালির হেঁশেলে।

একবার এই প্রসঙ্গে দেবশ্রী রায়কে প্রশ্ন করা হয়েছিল। তবে দেবশ্রী সেই বিষয়টা যে মোটেও ভাল চোখে নেননি, তা তাঁর চাহনি ও উত্তরেই স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি এই বিষয় কোনও মন্তব্য করতে চান না।

সেদিন তাঁর ব্যবহারেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে একটা সময় একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। কেরিয়ার তখন দুই স্টারেরই মধ্য গগণে। 

বর্তমানে দেবশ্রী রায় ফিরেছেন শুটে। একের পর এক কাজের প্রস্তাব তাঁর ঝুলিতে। অন্যদিকে পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।