11 January 2024

TV9 Bangla

'যৌনদৃশ্য লোক দেখানো চমক নয়', সরব দীপিকা

দীপিকা পাড়ুকোন বর্তমানে অন্যতম চর্চিত অভিনেত্রী। দিন দিন যেন তিনি খোলস ছেড়ে আরও উজ্জ্বল হয়ে উঠছেন। পাল্টে যাচ্ছে তাঁর চরিত্রের উপস্থাপনা। 

পর্দায় তিনি বরাবরই সাবলীল। তবে একটা সময় দীপিকাকে নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। ছবির নাম ককটেল। যেখানে ভেরনিকা সকলের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিল। 

দীপিকা পাড়ুকোনের বোল্ডনেসের আভাস মিলেছিল তখন থেকেই। দর্শক মনে তারপর থেকে টানা রাজত্ব করে আসছেন দীপিকা পাড়ুকোন। 

তবে গেহরাইয়াঁ ছবিতে তাঁর 'উন্মুক্ত' ছবি অনেককেই চমকে দিয়েছিল। তিনি তারপর থেকে এই বিষয় খুব একটা মুখ খোলেননি। জবাব দিয়েছেন একের পর এক চরিত্রে। 

পাঠান ছবি থেকে শুরু করে ফাইটার, দীপিকা পাড়ুকোনের লুক দেখে চমকে গিয়েছিলেন দর্শকেরা। তবে সাহসী দীপিকা যৌন দৃশ্য নিয়ে মুখ খুললেন এবার। 

জানিয়ে দিলেন, কখন স্টারের কাছে যৌন দৃশ্য শাস্তি মনে হয়, আর কখন খুব সহজেই এই সাহসী দৃশ্যগুলিতে অভিনয় করা যায়। দীপিকার ভেঙে বলেন কারণ।

দীপিকার কথায়, যখন বোঝা যায় পরিচালক লোক দেখানোর জন্য এই দৃশ্য তৈরি করছেন না, করছেন চরিত্রের চাহিদায়, তখন বিষয়টা অনেক সহজ হয়ে যায়। 

ফলে দীপিকার কথায় স্পষ্ট হয়ে যায়, চরিত্রের চাহিদায় অনেকটাই নিজেকে ভাঙতে তিনি রাজি, যদি চরিত্রের উদ্দেশ্য তাঁর কাছে স্পষ্ট হয়।