08 March 2024

সারোগেসির মাধ্যমে বেবি নিচ্ছেন দীপিকা? 

TV9 Bangla

অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সুখবর। কারণ এবার আর জল্পনা নয়। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নিজেই জানিয়েছিলেন সুখবর।

জানিয়েছিলেন তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। সেপ্টেম্বর মাসেই দেবেন সুখবর। এই খবর প্রকাশ্যএ আসার পরই যখন প্রথম এই জুটিকে দেখা গেল, ভক্তরা শুভেচ্ছা জানাতে একপ্রকার ঘিরে ধরলেন তাঁদের।

সকলের মুখে খুশির হাসি ও উচ্ছ্বাস দেখে আবেগঘন জুটি। তাঁরাও হাসি মুখে সকলের শুভেচ্ছা গ্রহণ করছিলেন। কিন্তু একটা সময়ের পর বলিউডের এই জুটির ভক্তদের উত্তেজনার পারদ এতটাই তুঙ্গে উঠে যায়, যে রীতিমত ঠেলাঠেলি শুরু হয়ে যায় প্রকাশ্যে। 

তারই মাঝে আটকে পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর। যদিও বিন্দুমাত্র বিরক্ত হতে দেখা গেল না তাঁদের। মুখে হাসি নিয়েই পথ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে একপ্রকার জল্পনা তুঙ্গে। একশ্রেণি স্পষ্ট প্রশ্ন করে বসেন, এমনটা কেন? কারও প্রশ্ন, এই পরিস্থিতিতে দীপিকাকে এতটা ঘেরাও করা কি উচিৎ?

কেউ আবার তাঁদের সুরক্ষার প্রসঙ্গ তুললেন। ভক্তদের উচ্ছ্বাসে যখন-তখন একটা বিপদ ঘটে যেতে পারত, সেই বিষয়টাকে মোটেও সম্মতি জানালেন না তাঁরা। 

দীপিকাকে নিয়ে ভিড়ে ঠেলাঠেলি লক্ষ্য করে অনেকে আবার বললেন, উনি অন্তঃসত্ত্বা, ওনার ওপর এভাবে ঝাঁপিয়ে পড়া মোটেও উচিত নয়। কেউ আবার বললেন, এটা মোটেও সঠিক ব্যবহার নয়।

'এটা ঠিক হচ্ছে না। উনি অন্তঃসত্ত্বা।' কেউ আবার দীপিকার আচরণ দেখে বলে বসলেন, তিনি বোধহয় সারগোসিতেই সন্তান নেবেন। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি তারকা জুটির কেউ-ই।