98 October 2023
প্রতীমা রং করলেন দেবলীনা?
দেবলীনা কুমার, পুজোর মেজাজে যখন সকলে গা ভাসিয়েছেন, ঠিক সেই সময় তিনিও ব্যস্ত তাঁর পুজোর প্ল্যান নিয়ে। একের পর এক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়
সদ্য ঘুরে এসেছেন তিনি দার্জিলিং থেকে। তিনি একা নন, সঙ্গে গিয়েছিলেন গৌরব চক্রবর্তীও। তবে সেখান থেকে ফিরেই পুজোর মেজাজে অভিনেত্রী
বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। এবার শেয়ার করলেন কুমারটুলি থেকেই তোলা বেশ কয়েকটি ছবি, পরনে ছিল হলুদ শাড়ি
তাঁদের দেখা মাত্রই সকলেই এক বাক্যে প্রশংসা করলেন। বরাবরই শাড়ি পরতে পছন্দ করেন তিনি। এবার হাতে তুলি তুলে নিলেন মাতৃপ্রতীমা রং করতে?
সোশ্যাল মিডিয়ার কমেন্টে তেমনই লেখা থাকলেও অভিনেত্রী কেবল দিলেন পোজ। ঠিক যেন মায়ের চোখ আঁকছেন তিনি, শেষ মুহূর্তেত প্রস্তুতি শেষ
রাত পোহালেই শুরু পুজো। যদিও এবার তার আগে থেকেই পুজোয় মেতেছেন সাধারণ মানুষ থেকে সেলেব। দেবলীনাও তাই তালিকা থেকে বাদ পড়লেন না।
তিনি এবার সকলের নজরের কেন্দ্রে। লাইক কমেন্টে ভরল তাঁর পোস্ট। ছোট্ট একটি দূর্গার সামনে ছবি তুলে নিলেন তিনি। যা দেখে অনেকেই বেজায় খুশি
মণ্ডপে মণ্ডপে প্রতিমা আনার কাজ শেষ, রাত পোহালেই বোধন, তারপর টানা চারদিনের পুজোর উৎসবে মেতে উঠবেন সকলে, দেবলীনা-গৌরবও।
Learn more