24 June 2024

কোন বিশেষ ডায়েট মেনে সুন্দরী ঐশ্বর্যকন্যা আরাধ্যা? 

credit: istock

TV9 Bangla

আরাধ্যা রাই বচ্চন। বরাবরই তাকে নিয়ে ভক্ত মনে কৌতুহলের পারদ তুঙ্গে। দেখতে দেখতে ১২ বছর বয়স হয়ে গেল স্টারকিডের। তবে ছোট থেকেই লাইম লাইটে তিনি। ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে বলে কথা।

এখানেই শেষ নয়, পাশাপাশি সে আবার বচ্চন পরিবারের বলে কথা। এমনিতেই পরিবারের জিনগত দিক থেকে উচ্চতা যে আরাধ্যার ভালই হবে, তা অনুমান করাই যায়। 

তবে মাত্র ১২ বছর বয়সে এসে মায়ের মাথা ছুঁতে চলা আরাধ্যাকে দেখে অনেকেই অবাক। দিন দিন পরিণত হয়ে উঠছেন তিনি। চোখের পলকে পাল্টে যাচ্ছে ঐশ্বর্য করা। 

কয়েকদিন আগেও মায়ের হাত ধরে পাপারাৎজিদের থেকে মুখ লোকাতে দেখা যেত যে আরাধ্যাকে, সে আজ রীতিমত নেটদুনিয়ায় শোরগোল সৃষ্টি করে দিয়েছে।

পাল্টেছে তার লুক, পাল্টেছে তার ব্যবহার, এখন স্টারকিডের মতো আর সে মা-বাবার পিছনে লুকিয়ে থাকে না। বরং হাসি মুখে সকলের সঙ্গে পোজ় দিতে দেখা যায় তাকে। সেই আরাধ্যার এই উচ্চতার রহস্য কী জানেন?

ঐশ্বর্য বরাবরই আরাধ্যাকে পুষ্টিকর খাবার ও প্রোটিন যুক্ত খাবার দিয়ে থাকেন। যার ফলে আরাধ্যার বৃদ্ধি খুব ভাল হয়েছে। প্রতিদিন একটা করে অ্যাভোকাডো খায় আরাধ্যা। তার ডায়েটে প্রতিদিন এই খাবারটা থাকে।

বাইরের কোনও খাবার খেতে পছন্দ করে না আরাধ্যা। আর খাওয়ার অনুমতিও নেই তার। ডায়েটের বিষয় ভীষণ সচেতন সে। পাশাপাশি শরীরচর্চারও ওপর রাখা হয় কড়া নজর। 

আরাধ্যা নিত্যদিন রুটিন মেনেই চলে। সকাল থেকে রাত, নির্দিষ্ট কাজ সময় সময় করে থাকে সে। তবে ঘরে বন্দি নয়, প্রতিটি জায়গাতেই মেয়েকে সঙ্গে নিয়ে যান এই জুটি।

মাঝে মধ্যে নানা পার্টিতে দেখা মেলে তার। যদিও ঐশ্বর্য রাই বচ্চন আরাধ্যার বিষয় বরাবরই বিশেষ সচেতন। তার লেখাপড়ার দিকেও কড়া নজর রেখে চলেছেন অভিনেত্রী।