ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারের শুরু থেকেই একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর এক একটি সাফল্যের খবর
কখনও আবার ব্যক্তি জীবনে জড়িয়ে থাকা নানা বিতর্ক। ঐশ্বর্যের কাছে কটাক্ষ যেন এখন প্রায় জলভাত। কখনও প্রেম, কখনও সম্পর্কে বিচ্ছেদ, কখনও সংসার ভাঙার গুঞ্জন, কখনও আবার বডিশেমিং।
তালিকা থেকে কিছুই যেন বাদ পড়ে না। তিনি বারবরই এসব এড়িয়ে গিয়েছেন। কিন্তু মাঝে মধ্যে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন সরব হতেও দেখা গিয়েছে তাঁকে।
একটা সময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দেওয়া সেলেব এখন সিনেমা থেকে বেশ কিছুটা সরে দাঁড়িয়েছেন। বহু বছর হতে চলল, ঐশ্বর্যের পর পর ছবি মুক্তি নেই।
আক্ষেপ দর্শক মহলে। চাহিদা যদিও এখনও তুঙ্গে। একটি ছবি করতে ঐশ্বর্য রাই বচ্চন ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জানেন?
সংখ্যাটা নেহাতই কম নয়। সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে অন্য বড় খবর। সিনেপাড়ায় ঐশ্বর্য রাই বচ্চনের দর ১০ থেকে ১২ কোটি টাকা।
ঐশ্বর্যের কাছে ছবির প্রস্তাব রয়েছে কি না, সেই বিষয় কোনও ধারণাই নেই সিনেপাড়ার। যদিও এখন বিচ্ছেদের জল্পনা ঘিরে চর্চায় বচ্চন বধূ।
শোনা যাচ্ছে বচ্চন পরিবার নাকি কেরিয়ারের জন্যই ছাড়ছেন তিনি। ছবির জগতে ফিরতে চান, তবে কবে পুরোপুরি কামব্যাক করবেন ঐশ্বর্য সেই অপেক্ষা অবসানই বা কবে, তার উত্তর নেই সিনেপাড়ায়।