বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাকুল প্রীত সিং। বছর পড়তেই এই খবর সামনে এসেছিল। সেলেবদের বিয়ে মানেই নানা জল্পনা। উঠে আসছে একের পর এক খবর।
ওয়েডিং প্ল্যানে শেষ মুহূর্তে এসেছিল বদল। মোদীর ডাকে সাড়া দিয়ে বিদেশ তালিকা থেকে পড়ে বদল। স্থির হয়েছিল গোয়াতেই বসবে বিবাহ আসর।
২১ ফেব্রুয়ারি গালা এই বিয়ের আসর বসতে চলেছে। যা নিয়ে ভক্ত মনে উত্তেজনা তুঙ্গে। প্রসঙ্গত, প্রেমিক জ্যাকি বিজলানির গলায় মালা দিতে চলেছেন তিনি।
সূত্রের খবর ছয় মাস আগেই বুকিং হয়ে গিয়েছিল সবটা। মধ্যপ্রাচ্যের এক শহরে বিয়ে করবেন বলে স্থির করেন তাঁরা। তবে শেষ মুহূর্তে স্থির করেন, তাঁরা ভারতের বুকেই অনুষ্ঠান করবেন।
আয়োজন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার পালা অনুষ্ঠানের। রাত পোহালেই শুরু হবে সেলিব্রেশন। অতিথিরাও আসতে শুরু করেছে। সিনেপাড়া থেকে অনেকেই পেয়েছেন নিমন্ত্রণ।
রাকুলসহ গোটা টিম পৌঁছে গিয়েছেন এখন গোয়াতে। সেখানেই গালা সেলিব্রেশনের শেষ লগ্নের প্রস্তুতি তুঙ্গে। এই বিয়ের মেনুতে কী থাকছে জানেন?
ভারতীয় খাবারের পাশাপাশি থাকছে বিদেশী খাবার। বিশেষ সেফেরাও থাকছেন এই আয়োজনে। তারকা অতিথিদের ফিটনেসের কথা মাথায় রেখে থাকছে বিশেষ খাবার। থাকছে সুশি।
পাশাপাশি স্বাস্থ্যের কথা মাথায় রেখে থাছে গ্লুটন ফ্রি খাবার, সঙ্গে সুগার ফ্রি খাবারের আয়োজন থাকছে এই গালা সেলিব্রেশনে। এটি এক পরিবেশ বান্ধব বিয়ে হতে চলেছে।