খোলামেলা পোশাকে ঝড় তোলেন অনুরাগীদের মনে। কখনও আবার স্বল্প পোশাকের পরার জন্য তাঁর দিকে রে-রে করে ওঠে অনেকেই।
কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। তাই বাঙালি বাড়িতে মাছ পাওয়া যাবে না এমনটা হয় না। সারা সপ্তাহ মোটামুটি মাছ আসে বাঙালির হেঁশেলে।
একবার বারাণসীতে গিয়ে জিন্স ও ক্রপ টপের উপর শাল দিয়ে শরীর ঢেকে ট্রোলের শিকার হতে দেখা যায় দিশাকে।
কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। তাই বাঙালি বাড়িতে মাছ পাওয়া যাবে না এমনটা হয় না। সারা সপ্তাহ মোটামুটি মাছ আসে বাঙালির হেঁশেলে।
শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই চর্চায় এলেন অভিনেত্রী। গঙ্গা সেবা নিধির দ্বারা আয়োজিত দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির থালা হাতে দেখা গেল তাঁকে।
পরনে ছিল কালো জিন্স ও ক্রপ টপ। গায়ে জড়িয়ে নিয়েছিলেন শাল। সোশ্যাল মিডিয়ায় আরতির এই ভিডিয়ো ভাইরাল হতেই চক্ষু চড়ক গাছ নেটনাগরিকদের অনেকেরই।
শালের ভিতর দিয়ে শরীর দেখা যেতেই শুরু হয় বিতর্ক। ভাইরাল ছবির নীচে কেউ লেখেন, ‘অলৌকিক।’ কেউ আবার কভি খুশি কভি গম ছবিতে শাহরুখের ডায়ালগ ধার করে লিখেছেন, ‘হামারি পু কাপড়ো পে কিতনি আচ্ছি লাগতি হ্যায়।’
কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। তাই বাঙালি বাড়িতে মাছ পাওয়া যাবে না এমনটা হয় না। সারা সপ্তাহ মোটামুটি মাছ আসে বাঙালির হেঁশেলে।
কিছুদিন আগেই এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খোলামেলা পোশাকের জন্য চর্চায় উঠে আসেন দিশা। ফের কয়েক দিনের মাথায় তাঁর পোশাকের জন্য সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়।
বারাণসীর ঘাটেও কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেল ‘বাঘি ২’-এর অভিনেত্রীকে। জানা যাচ্ছে, নৃত্যশিল্পী-কোরিওগ্রাফার সুরেশ মুকুন্দের সঙ্গে একটি প্রকল্পের শুটিং করছেন দিশা।