6 January 2024

দীপিকার পারিশ্রমিক জানলে চমকে যাবেন

credit: istock

TV9 Bangla

ধীরে-ধীরে বাড়ছে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাত্রা। বলিউড প্রথম থেকেই অভিনেতা নির্ভরশীল। ছবিতে পোস্টারে সব জায়গায় অতিরিক্ত মাত্রায় জায়গা পেয়ে থাকতেন অভিনেতারা।

যার ফলে তাঁদের পারিশ্রমিকও বহু গুণ বেশি থাকতে অভিনেত্রীদের তুলনায়। তবে দিন দিন বলিউডের এই ধারা পাল্টে যেতে দেখা যায়।

জওয়ান’ ছবিতে যে দীপিকা পাড়ুকোনের কেমিও রয়েছে, এ কথা কারও অজানা নেই এই মুহূর্তে। বিক্রম রাথোড়ের স্ত্রী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। 

এতদিন শোনা গিয়েছিল, শাহরুখ খানের ১০০ কোটি পারিশ্রমিকের পর এই ছবিতে নাকি সব থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন।

এর পর প্রায় পাঁচটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। প্রায় সব কয়টি ছবিই কিন্তু হিট হয়েছে বক্সঅফিসে। বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক পান তিনি। 

ছবি পিছু ২০ কোটি টাকার কথা শোনা যাচ্ছে। তবে বর্তমানে তা বাড়তেও পাড়ে বলে খবর। সামনেই আসছে হৃত্বিক রোশনের সঙ্গে ছবি ফাইটার। 

সেই ছবি থেকে নাকি তিনি পাচ্ছেন ১৫ কোটি। যদিও ছবিতে তিনি কতক্ষণের জন্য রয়েছেন, সেটাও গুরুত্বপূর্ণ। তবে জওয়ান ছবির জন্য নেননি একটাও টাকা। 

বলিউডে দীপিকা পাড়ুকোনের কেরিয়ার শুরু কিন্তু শাহরুখের হাত ধরেই। তাঁদের প্রথম ছবি ছিল ‘ওম শান্তি ওম’। ওই ছবি থেকেই শাহরুখ ও দীপিকার কেমিস্ট্রি সকলের ভাল লেগেছিল।