২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। ৫৯ বছরে পা দিলেন অভিনেতা। দিল্লিতে জন্ম হলেও তাঁর কেরিয়ার থেকে সাফল্য সবটাই তিনি পেয়েছেন মুম্বই থেকেই ।
জীবনের প্রথম পাঁচ বছর তাঁর কেটেছিল দাদু-দিদার সঙ্গে ম্যাঙ্গালোরে। তার পর অবশ্য রাজেন্দ্রনগরে বাবা-মায়ের কাছে চলে আসেন।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি পাশ করেন শাহরুখ। তার আগে সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন তিনি।
এই মুহূর্তে সাফল্যে চূড়ায় কিং খান। ২০২৩ সালে মোট তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তিনটিই হিট। তাঁর প্রতিটি ছবি প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে।
মাঝে অবশ্য অনেক দিন বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি তাঁর কোনও ছবিই। অনেকেই মনে করেছিলেন শাহরুখের সাম্রাজ্য বুঝি শেষ হয়ে গেল।
কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছেন কিং খান। 'ফৌজ' সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে বলিউডে আগমন হয় তাঁর। যদিও এখন এগুলো শুনলে অনেকটা চিত্রনাট্যের মতো।
শোনা যায় সিনেমায় অভিনয়ের জন্য তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন ৪ লক্ষ টাকা। অগ্রিম দেওয়া হয়েছিল ১১ হাজার টাকা।
বর্তমানে তিনি প্রতি সিনেমা পিছু ১০০ থেকে ১৫০ কোটি টাকা। কিন্তু জানেন কি রাজু বন গয়া জেন্টলম্যান সিনেমার জন্য তাঁকে দেওয়া হয়েছিল মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক।