25 MAY 2025

শাহরুখ, করিনা, ঐশ্বর্যের ছেলেমেয়েদের স্কুলে কী টিফিন দেওয়া হয় জানেন?

credit:TV9

TV9 Bangla

নিজের সন্তানকে স্কুলে কি টিফিন দেবেন? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাথা খারাপ করতে দেখেছি আমরা অনেক মা-বাবাকেই। কী এমন দেওয়া যায় যা মুখোরোচক আবার  স্বাস্থ্যকর?

অনেক স্কুলে বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে অনেক বিধি-নিষেধ থাকে। ভারতের  গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত স্কুলগুলির মধ্যে তেমনই একটি হল মুম্বইয়ের ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুলেও তেমনটাই নিয়ম।

শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুরের মতো সেলিব্রিটিদের সন্তানরা এই স্কুলেই পড়াশোনা করে। বহুবার স্কুলের নানা অনুষ্ঠানে এক সঙ্গে দেখা গিয়েছে তারকা অভিভাবকদের।

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে টিফিনে কী দেওয়া হয় জানেন? এখানে কিন্তু কাউকে বাড়ি থেকে টিফিন দেওয়া হয় না। সকালের জলখাবার, দুপুরের খাবার স্কুল নিজেই সরবরাহ করা হয়।

এই স্কুলটি পড়ূয়াদের দৈহিক ও মানসিক পূর্ণাঙ্গ বৃদ্ধির বিষয়ে যত্নশীল।  পুষ্টিবিদরা সুষম-পুষ্টিকর মেনু ঠিক করেন।  

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এই স্কুলের পড়ুয়াদের জন্য যে খাবারের বন্দোবস্ত তা নিজে হাতে দেখভাল করেন সেলিব্রিটি শেফ সঞ্জীব কাপুর। 

এখানে পরিবেশিত খাবার সম্পূর্ণ নিরামিষ। জানা যায় , স্কুলের শিক্ষার্থীরা ডাল, সবজি এবং রুটি জাতীয় সাধারণ খাবার খেয়ে থাকে।

স্কুলটিতে জলখাবারে অনেক সময় দক্ষিণ ভারতীয় খাবার (পোহা), ফল এবং শুকনো ফল দেওয়া হয়ে থাকে। আর দুপুরে ডাল-রুটি-সবজির সমাহার। এভাবেই পড়ূয়াদের মধ্যে  ভারতীয় খাদ্য সংস্কৃতি ও সকলের সঙ্গে একসাথে চলার বোধ বপন করা হয়।