6 January 2024

মাদক নিয়ে বিমান বন্দরে গৌরী?

credit: istock

TV9 Bangla

গৌরী খানের জীবনে কম বিতর্ক নেই। শাহরুখ খানের স্ত্রী হলেও তিনি নিজের পরিচয়েই কেরিয়ার তৈরি করেছেন। তিনি ইন্টেরিয়র ডিজাইনার।

শাহরুখ খান, যাঁর নামে হাজার হাজার মহিলা ভক্তের ঘুম উড়ে যায়, সেই সেলেবের সঙ্গে যিনি ঘর করছেন তাঁকে নিয়ে তো কৌতুহল থাকবেই। 

ফলে গৌরী খানকে নিয়ে নিত্যদিন চর্চা থাকে তুঙ্গে। সবই যে প্রশংসা এমনটা নয়। বেশ কয়েকবার বেজায় বিপত্তিতে পড়তে হয়েছিল তাঁকে।

একবার বার্লিন বিমানবন্দরে মাদক হাতে ধরা পড়েছিলেন গৌরী খান। তাঁকে নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। ফ্রি প্রেস জার্নালে প্রকাশ্যে এসেছিল সেই রিপোর্ট। 

মাদক কাণ্ডে নাম লিখিয়েছিলেন আরিয়ান খানের মাও। তাঁকে নাকি ধরা হয়েছিল মারিজুয়ানা হাতে। বহু বছর আগের ঘটনা। তখন খবর এতটা চর্চায় আসেনি। 

যদিও এই নিয়ে কোনও অফিসিয়াল খবর সামনে আসেনি। কোনও কেস কিংবা কোনও অভিযোগ দায়ের হওয়ার কথাও প্রকাশ্যে আসেনি। 

যদিও গৌরী খানও খুব দাপটের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন তিনি এমন কিছুই করেননি। তাঁর সঙ্গে এমন কিছু ঘটেনি। সবটাই নাকি জল্পনা। 

তিনি পাশাপাশি এও জানিয়েছিলেন, যে তিনি এমন কোনও ঘটনায় গুরুত্ব দেন না। তাঁকে এই ধরনের ঘটনা বিচলিত করে না।