বর্ষাকালে ঝুপড়িতে নীল বা লাল প্লাস্টিক দিয়ে ছাদ ঢেকে রাখার ছবি আমাদের সকলের চেনা। এমনকি পুরনো বাড়িতে জল পড়লেও তা আটকাতে প্লাস্টিক বা ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় ছাদ।
তাই বলে মুকেশ অম্বানির বাড়িও কিনা নীল প্লাস্টিক দিয়ে ঢাকা। শুনলে বিশ্বাস হয় না! যে বাড়ি তৈরি করতে ১৭,৪০০ কোটি টাকা খরচ হয়, বর্ষায় সেই বাড়ির ছাদ দিয়ে পড়ছে জল? তা আটকাতে আবার চারপাশে জড়ানো নীল প্লাস্টিক?
শুনে বিশ্বাস না হলেও এমন ছবি সম্প্রতি দেখা যাচ্ছে ইন্টারনেট খুললেই। ভাইরাল ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে বাকি সমাজমাধ্যমে। নিজের চোখ কী করে অবিশ্বাস করবেন?
তাহলে বরং খুলেই বলা যাক বিষয়টা কী? অ্যান্টিলিয়ায় যে নীল প্লাস্টিক জড়ানো ছবি ভাইরাল হয়েছে তা কোনও এআই জেনারেটেড ছবি নয়। সত্যিই মুকেশ অম্বানির নিবাসের ছবি।
তবে এই ছবি সম্প্রতি তোলা কোনও ছবি নয়। বা মুম্বইয়ের বৃষ্টিতে বিপর্যস্ত অ্যান্টিলার ছবিও নয়। বরং এই ছবি অ্যান্টিলার তৈরি হওয়ার সময় তোলা ছবি।
ভাল করে দেখলেই বুঝতে পারবেন তখনও সম্পূর্ণ তৈরি হয়নি অ্যান্টিলিয়া। স্বাভাবিক ভাবেই অম্বানি পরিবারের কেউ থাকতেন না তখন অ্যান্টিলিয়ায়।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালেও একবার অ্যান্টিলিয়ার নীল ত্রিপলে ঢাকা এই ছবি ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। সেই সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এটি আসলে অ্যান্টিলিয়ার তৈরির সময়ের ছবি।
এখন প্রায় ১০ বছর পরে ফের সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই একই ছবি। ২৭ তলার এই বিলাসবহুল বাংলো বর্তমানে পৃথিবীর সর্বাধিক দামী বাড়িগুলির মধ্যে একটি।