22nd May, 2025

এই তারকারাও ভুগছেন ডায়াবেটিসে, কীভাবে রাখেন নিয়ন্ত্রণে?

TV9 Bangla

Pic Credit- Freepik, X

ডায়াবেটিস এমন এক অবস্থা, যেখানে কোনও ব্যক্তির রক্তে শর্করার মাত্রা গড় মাত্রার চেয়ে বেশি। ভারতে দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।

এক ঝলকে দেখে নিন তেমন কয়েকজন তারকাকে, যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। তালিকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসও রয়েছেন।

চলুন দেখে নেওয়া যাক এ বার তালিকা। বলি ডিভা সোনম কাপুর ডায়াবেটিক। ১৭ বছর বয়সে তাঁর টাইপ ১ ডায়াবেটিস ধরা পড়েছিল।

সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসও ডায়াবেটিক। ১৩ বছর বয়সে তাঁর টাইপ ১ ডায়াবেটিস ধরা পড়েছিল। তিনি ডায়াবেটিস নিয়ে সচেতনতামূলক কাজ করেন।

সুপারস্টার কমল হাসানও ডায়াবেটিসে আক্রান্ত। সঠিক খাদ্যাভাস, নিয়মিত জিম, ওয়ার্কআউট, যোগা করার মধ্য দিয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করেন তিনি। এড়িয়ে চলেন অ্যালকোহল।

সামান্থা রুথ প্রভুর ২০১৩ সালে টাইপ ১ ডায়াবেটিস ধরা পড়ে। নিজের খাদ্যাভাসে বদল এনেছেন। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করেন। নিয়মিত ব্যায়াম করেন। এইভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

দেশের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে টাইপ ১ ডায়াবেটিসে ভুগছেন, বলে জানা গিয়েছে। স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন।

বেশ কয়েকবছর আগে জনপ্রিয় অভিনেত্রী রেখার ডায়াবেটিস ধরা পড়েছিল। তিনি ধ্যান, যোগব্যায়ামের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রেখেছেন।

ভারতীয় অভিনেতা, টেলিভিশন এবং ক্রিকেট উপস্থাপক গৌরব কাপুর। মাত্র ২২ বছর বয়সে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে তিনি তা নিয়ন্ত্রণে রেখেছেন।