subhasree 4

05 February 2024

কেমন চলছে 'বাবলি'র শুটিং, দেখুন ছবি 

credit: Pinterest

image

TV9 Bangla

subhasree 3

সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই শুটিং সেটে ফিরেছেন তিনি। করেছেন নানা ছোটবড় কাজ। এবার রাজের ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা। 

subhasree 5

আরও একটা নতুন জুটি টলিপাড়াকে উপহার দিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি এবার বুদ্ধদেব গুহর বাবলি নিয়ে ব্যস্ত। টানা পাঁচ দিন চলছে শুটিং। 

subhasree 6

শুভশ্রীর বিপরীতে জায়গা করে নেবেন এবার আবির চট্টোপাধ্যায়, সে খবর মিলেছিল আগেই। সদ্য হয়ে গেল ছবির শুভমহরৎও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।

যেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সৌরসিনী মৈত্র প্রমুখেরা। উপস্থিত ছিল গোটা টিম।  বুদ্ধদেব গুহর এই উপন্যাস নিয়ে দর্শকদের মনে আলাদা এক উত্তেজনা বর্তমান।  

সোশ্যাল মিডিয়ার কমেন্টে চোখ রাখলেই নজরে আসছে একটাই প্রশ্ন, কবে মুক্তি পেতে চলেছে এই ছবি? যার উত্তর এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছিল ছবির কাজ।

আগেই ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। গল্প যে অন্যস্বাদের এক শুভশ্রীকে সামনে আনতে চলেছে, তাও অনুমান করে নেওয়া যায়। 

এবার সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় শেয়ার করলেন বাবলি ছবির শুটের কিছু ক্লিপিং। সামনে পাহাড়, গোটা টিম মিলে হইহই করে চালাচ্ছে ছবির শুট।

আগেই ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। গল্প যে অন্যস্বাদের এক শুভশ্রীকে সামনে আনতে চলেছে, তাও অনুমান করে নেওয়া যায়। নতুন বছরের শুরুতেই ছবির খবর শেয়ার করেছিলেন জুটি।