শাহরুখ খানের চলতি বছরের তৃতীয় ছবি ডানকি মুক্তি পেয়েগিয়েছে ইতিমধ্যেই। তবে একই সঙ্গে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ছবি সালার।
বলিউডের অন্যতম বড় টক্কর হতে চলেছে এটা, সেটা সকলেরই জানা ছিল। একটা সময় শোনা গিয়েছিল শাহরুখ খান নাকি সরে দাঁড়াতে চলেছেন এই বক্স অফিস ফাইট থেকে।
চলতি বছরে শাহরুখ খানের মুখোমুখি ফাইট এক কথায় দর্শকদের জন্য অবাক কাণ্ড। শাহরুখের ছবি মানেই ১০০০ কোটির বেশি ব্যবসা।
তবে এবার বাজিমাত করলেন বাহুবলি। ইতিমধ্যেই ছবি ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। প্রভার ছবির জন্যও নিয়েছে মোটা পারিশ্রমিক।
প্রভাসের ছবি সালার মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বাজিমাত। ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে। আর এই সাফল্যের জন্য কত কোটি পাচ্ছেন জানেন প্রভাস?
পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি তো ছিলই, সঙ্গে ছিল আরও এক শর্ত। ছবির বক্স অফিস আয়ের ১০ শতাংশ তিনি নেবেন। আগে থেকেই এই শর্তে রাজি ছিলেন সকলেই।
ফলে অনুমান করাই যায়, প্রভাসের ঝুলিতে ইতিমধ্যেই ৫০ কোটি অতিরিক্ত, এই টাকার অঙ্ক আরও বাড়বে। ফলে মোটা আয় করলেন এবার প্রভাস।
বলিউড ও দক্ষিণী ছবি মুখোমুখি টিকতে পারল না। তা আবারও একবার স্পষ্ট হয়ে গেল। তবে ডানকি যে খুব পিছিয়ে এমনটা নয়। ধীরে হলেও ব্যবসা হচ্ছে ভালই।