ঝড়ের গতিতে এগিয়ে চলেছে 'জওয়ান' ছবি। মাত্র ১৮ দিনে হাজার কোটি টাকা আয় করেছে এই ছবি। যা এক কথায় ইতিহাস।
এই ছবি যে পাঠান ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যাবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন অনেকে। ঘটতে চলেছে সেটাই।
'জওয়ান'-এর জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছিলেন ১০০ কোটি টাকা। তবে আয়ের অঙ্ক কি এখানেই শেষ? না, ছবি যত আয় করবে ততই বাড়বে শাহরুখ খানের আয়
বাড়বে তাঁর প্রযোজনা সংস্থার উপার্জন। কত শতাংশ পেতে চলেছেন কিং খান? ছবির আয়ের ৪৫ থেকে ৫০ শতাংশই যাবে প্রযোজনা সংস্থার দখলে।
আর পাঁচ শতাংশ পাবেন অভিনেতা। বাকিটা ডিস্ট্রিবিউটার সহ অন্যান্যদের মধ্যে ভাগ হয়ে যাবে। যার ফলে ১০০ কোটি পারিশ্রমিক বাদ দিয়েছে?
নূন্যতম ৫০ কোটি শাহরুখ খান পেতে চলেছেন তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। অন্যদিকে গৌরী খানের পকেটের যে ভাল টাকা ঢুকতে চলেছে তাও অনুমান করাই যায়।
তবে এ সংখ্যা বেশ খানিকটা বাড়বে। কারণ 'জওয়ান' ছবি বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য। তাই ছবির মোট আয় যেখানে থামবে সেদিন শাহরুখ খানের আয়ের সঠিক সংখ্যাটা নির্ধারণ করা সম্ভবপর হবে।
তবে ছবি থেকে যে তিনি অভিনেতা হিসেবে দেড়শো কোটি ইতিমধ্যেই পকেটে পুরে নিয়েছেন তা নিশ্চিত করেই বলা যায়। এখন দেখার শেষ পর্যন্ত আয় কত কোটির হয়।