শাহরুখের সারপ্রাইজ
18 September 2023
শাহরুখ খান এখন জওয়ান ঝড়ে ভাসছেন। একের পর এক ইতিহাস পড়ছি এই ছবি। তাই ভক্তদের বারবার ধন্যবাদ জানাতে দ্বিধাবোধ করছেন না তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি। মাঝেমধ্যেই দেখা যাচ্ছে তাঁকে ভক্তদের সঙ্গে দেখাও করতে। কথা বলতে।
এবার তাই ভক্তদের সারপ্রাইজ দিলেন শাহরুখ খান। নিয়মমাফিক প্রতি রবিবার অমিতাভ বচ্চনের মতো বাড়ির বাইরে বেরুন না শাহরুখ।
তবে রবিবার এশিয়া কাপে ভারত জয়ী হতেই নীল টি-শার্টে ব্যালকনিতে হাজির হলেন শাহরুখ খান। যা দেখএ সকলেই এক কথায় চমকে গেলেন।
সকলকে ভালবাসায় ভরিয়ে দিলেন জওয়ান স্টার। আচমকাই ব্যালকনিতে শাহরুখ খানকে বেরিয়ে আসতে দেখে উচ্ছ্বাস ছিল ভক্তদের চোখে পড়ার মতো।
শাহরুখ খানের এই সারপ্রাইজ দর্শকরা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিয়ো পলকে।
নেটিজেন্দের একাংশ দাবি ভারতের জয় এদিন সেলিব্রেট করতে প্রকাশ্যে হাজির হয়েছিলেন কিং খান। মন্নতে বসে নাকি তিনি ম্যাচই দেখছিলেন।
এই ভিডিয়োর সঙ্গে একটি ক্যাপশনও ভাইরাল হয়, যেখানে লেখা, ভারতের জয় জওয়ান দেখে সেলিব্রেট করুন। সকলেই মজলেন কিং-এর এই ভিডিয়োতে।
Learn more