দিন কয়েক আগেই নাম না করেই বলিউডের এক জনপ্রিয় জুটির সম্পর্কের ‘অবনতি’ নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
তিনি দাবি করেন, বলিউডের এক অভিনেতা নাকি বিদেশে মায়ের জন্মদিন পালন করতে গিয়েছেন একা একাই। মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাননি।
তিনি আরও দাবি করেন, সেই নায়ক নাকি বিদেশ থেকে কঙ্গনাকে মেসেজ করেন দেখা করার জন্যও। সবাই ধারণা করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাটকেই ইঙ্গিত করছেন কঙ্গনা।
এবার দু’জনের সম্পর্ক নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরও এক অভিনেতা। তিনি আর কেউ নন। বলিউডের বিতর্কিত অভিনেতা কামাল আর খান।
ইউটিউবে এক ভিডিয়োতে তিনি দাবি করেন, “আলিয়া ও রণবীরের মধ্যে মারাত্মক অশান্তি হচ্ছে। কারণ রণবীরের পরিবারের আলিয়াকে একেবারেই পছন্দ নয়।”
তবে সত্যি কি তাঁদের সম্পর্কে কোনও ফাটল ধরতে দেখা যাচ্ছে? রণবীর কাপুরের সঙ্গে রামায়ণ করছেন না আলিয়া। কপিল শর্মা শো-এ পরিবারের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না তাঁকে।
যদিও সম্পর্কে ফাটলের খবরে একেবারেই সত্যি নয়। কারণ তাঁদের মাঝে মধ্য়েই একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
মেয়েকে নিয়ে ও নিজেদের কাজ নিয়ে বেজায় ব্যস্ত তাঁরা। সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে ডেটিং-এ যেতে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেন না জুটি।