‘আমি ইন্ডাস্ট্রি’ এই সংলাপের পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সকলে এই নামেই ডেকে থাকেন। তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যেভাবে পাল্টে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন।
তা এক কথায় প্রতিটা ক্ষেত্রেই প্রশংসিত। দীর্ঘদিন যাবত সিনেপাড়ার উত্থান পত্তনের সাক্ষী থেকেছেন যে সেলেব তাঁর কেরিয়ার গ্রাফ বর্তমানে এক ইতিহাস।
সিনেপাড়ার একাধিক অধ্যায়ের সাক্ষী তিনি। কথা ছিল বলিউডের সফল অভিনেতা হওয়ার। এসেছিল প্রস্তাবও। তবে এই স্টার কেন বলিউডের পর্দায় সেভাবে জায়গা করতে পারলেন না?
না, জায়গা করতে পারলেন না বলা ভুল। তিনি নিজেই জানিয়েছিলেন ‘ম্যাঁনে পেয়ার কিয়া’ ছবির জন্য ডাক পেয়েছিলেন তিনি।
তবে সেই ছবি কেনও করেননি তা নিয়ে খুব একটা মুখ খুলতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার কি পরিচালনাতে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
সদ্য ইটাইমসে প্রকাশ পাওয়া এক প্রতিবেদন অনুযায়ী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু বছর ধরেই পরিচালনার কথা ভেবেছেন। তবে সঠিক কবে তিনি এই অবতারে সামনে আসবেন, তা নিশ্চিত করেননি।
তবে তিনি যে কাজ করবেন, তার গ্রহণযোগ্যতা থাকবে প্যান ইন্ডিয়ায়। জুবিলির মতো ভাল কোনও প্রজেক্ট নিয়েই তিনি নামবেন, এমনটাই স্থির করেছেন অভিনেতা।
বিশেষ করে জুবিলিতে কাজ করার পর তিনি বেশ অনুপ্রাণিত। এবার কোনও বড় প্রজেক্ট দর্শকদের সামনে নিয়ে আসার কথা তিনি ভাবতেই পারেন।