করিনা কাপুর খান। একটা সময় শাহিদ কাপুরের সঙ্গে যাঁর ছিল দীর্ঘ দিনের সম্পর্ক। তবে সেই সম্পর্কে হঠাৎ কেন ফাটল ধরল, তা নিয়ে আজও চর্চা তুঙ্গে।
ছবির নাম যব উই মেট। যেখানে শুটি করতে গিয়ে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। এই জুটি প্রথম ছবিতেই সকলের নজর কেড়েছিলেন।
করিনা কাপুর এই ছবি মুক্তির পর পরিচালককে পুরষ্কারও দিয়েছিলেন। শোনা যায় তিনি খুশি হয় একটি গাড়ি উপহার দিয়েছিলেন, কেন জানেন?
কারণ ছবিতে শাহিদ কাপুরের লুক। কেবল ছবিতেই নয়, ব্যক্তি জীবনেও তাঁরা কাছাকাছি এসেছিলেন। ভাইরাল হয়েছিল বহু ঘনিষ্ঠমুহূর্তের ছবি। তবে সমস্যা কোথায় হয়?
করিনা কাপুর তখন তশন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। শাহিদ কাপুর তখন বিদ্যা বালানের সঙ্গে কিসমত কনেকশন ছবির শুটে ব্যস্ত। সেখান থেকেই ছড়িয়ে যায় বিদ্যা ও শাহিদ প্রেম করছেন।
বলিউড সূত্রে খবর, তিনি বিদ্যাই নাকি এইখবর ছড়িয়ে দিয়েছিলেন। যদিও তার সত্যতা নিয়ে কোনও খবর পরবর্তীতে হয়নি। তখন মন ভাঙে করিনার। তিনিও এগিয়ে যান সইফের সঙ্গে।
এরপর শাহিদ কাপুর ফিরলে তিনি দেখেন করিনা তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না। সেখান থেকেই বিচ্ছেদ। যা সহ্য করতে পারেননি শাহিদ কাপুর।
যদিও এখন এই জুটি নিজ নিজ জীবনে বেশ সুখেই রয়েছেন। বিয়ে করেছেন, আছে সন্তানও। এখন বলিউডের সে সব কাহিনি গসিপ হয়েই রয়ে গিয়েছে।