দাগহীন ত্বক, উজ্জ্বল মসৃণ চুলের শোভায় আমাদের চোখ ধাঁধিয়ে যায়। পছন্দের সেলেব্রিটিদের সৌন্দর্য রহস্য জানার জন্য ভক্তদের কৌতূহলের শেষ থাকে না।
চুলের জেল্লা ও ত্বককে সুস্থ রাখতে তাঁরা যা করেন, তা নিয়ে খুব কম সাক্ষাত্কারেই অকপটে স্বীকার করেন। তাঁদের মধ্যে একজন জ্যাকলিন ফার্নান্ডেজ।
ইন্সটাগ্রামে ৫.৬ মিলিয়ন ফলোয়ার থাকা এই শ্রীলঙ্কার বিউটি ত্বক ও চুলের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের উপরই বিশ্বাসী। তাই চুলের স্বাস্থ্য বজায় রাখতে জ্যাকলিন বিশেষ করে ডিমের উপরই নির্ভর করেন।
তাঁর মতে, রান্নাঘরে থাকা ঘরোয়া উপাদানই ত্বক ও চুলের পরিচর্চায় সবচেয়ে বেশি কার্যকরী হয়।
একটি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনে অনেক আগে একটি সাক্ষাত্কারে বলিউডের এই নায়িকা জানিয়েছিলেন, তাঁর চুল হল সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ একটি সম্পদ।
তবে এই স্বাস্থ্যবান চুলের পিছনে জেনেটিক কারণ থাকলেও কিছুটা প্রাকৃতিকভাবেও যত্ন নিতে হয় বৈকি!
জ্যাকলিন অকপটে শেয়ার করেছিলেন তাঁর চুলের অসাধারণ সৌন্দর্যের রহস্যের কথা। চুলের যত্নের জন্য তিনি একটি ডিমের সাদা অংশ কাজে লাগান।
নেক সহজে এই হেয়ার মাস্ক তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, একটি ডিমের সাদা অংশ হেয়ার মাস্ক মাথার ত্বক পরিস্কার করতে , অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।