'জওয়ান' বক্স অফিস কালেকশন
9 September 2023
শাহরুখ খানের 'জওয়ান' ছবি প্রথম দিন বক্স অফিস কালেকশনে ইতিহাস গড়ল। প্রথম দিনেই ছবি বিশ্বের দরবারে ১০০ কোটি ছাপাল।
প্রথম দিনেই ছবির তিনটি ভার্সান, অর্থাৎ হিন্দি, তেলুগু, তামিল গোটা বিশ্ব থেকে ঘরে তুলল ৭৪.৫ কোটি টাকা।
প্রথম দিনেই ছবির তিনটি ভার্সান, অর্থাৎ হিন্দি, তেলুগু, তামিল গোটা বিশ্ব থেকে ঘরে তুলল ৭৪.৫ কোটি টাকা।
যেখানে তামিল ও তেলুগু বাদ দিয়ে কেবল হিন্দি ভার্সানটিই আয় করেছে ৫৬.৫ কোটি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রথম দিনে ‘পাঠান’ ছবির ঝুলিতে ছিল ৫০ কোটি টাকা। ফলে শাহরুখই এবার ছাপিয়ে গেলেন শাহরুখের রেকর্ড।
তবে দক্ষিণ ভারতেও এবার আর স্থানীয় ভাষায় নয়, হিন্দিতেই জয়জয়কার ‘জওয়ান’-এর। অতীতে যে ছবি খুব একটা দেখা যায়নি।
অন্য দুই ভাষা থেকে ৯ কোটি টাকা আয় করেছে এই ছবি। বাকি সবটাই হিন্দির কৃতিত্ব। ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি 'জওয়ান'।
এই ছবি প্রথমদিন দেশ-বিদেশ মিলিয়ে ঘরে তুলেছে মোট ১৩০ কোটি টাকা। যার মধ্যে ৯০ কোটি টাকা ভারতের বুকেই আয়।
আর বিশ্বের দরবারে প্রথম দিন এই ছবি আয় করেছে ৪০ কোটি টাকা। শনি-রবিবার মিলিয়ে ছবির সার্বিক আয়ের সম্ভাবনা ২৫০ কোটি।
Learn more