27 December 2023

অবশেষে সন্তানদের সামনে আনলেন জয়া

credit: istock

TV9 Bangla

জয়া আহসান। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। দুই বাংলায় একসঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল তিনি। প্রতিটা ক্ষেত্রে নিজের বিশেষ ছাপ রেখে গিয়েছেন। 

বাংলা ছবির জগতে তাঁর দাপটই আলাদা। তবে ব্যক্তিজীবনে খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করেন তিনি। কোনও বিলাসিতা নেই সেখানে। 

বাংলাদেশে বিশাল বাগানবাড়ি। সেখানেই সাজানো রয়েছে সবটাই। সেখানে গেলে বাগাল থেকে সব্জি তুলে রান্না করেন অভিনেত্রী। সেই ভিডিয়ো করেছিলেন শেয়ার। 

বাগান জুড়ে রয়েছে ফুলের গাছ, রয়েছে সাজানো গোছান অনেককিছু। সঙ্গে রয়েছে তাঁর তিন সন্তান। তবে তাঁদের মাঝে মধ্যেই দেখা যেত তাঁর নানা ভিডিয়োতে। 

জয়া এবার তিন সন্তানের সঙ্গে পরিচয় করালেন সকলের। সকলেই জয়ার সেই সন্তানদের দেখে মুগ্ধ। তিনি সারমেয় প্রেমী। তাদের টানে বারবার বাড়ি ছোটেন। 

সেই তিন সারমেয়কে পাশাপাশি বসিয়ে করলেন ফোটোশুট। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ছবি। সকলেই সারমেয়দের দেখে বেশ খুশি। 

সম্প্রতি তিনি টলিউডের বুকে ছবি করে গেলেন। নাম, দশম অবতার। হাতে বেশ কয়েকটি ছবির প্রস্তাব। বছরভর ব্যস্ত থাকেন তিনি। 

তবে এবার অবসরে নিজের সন্তানদের সামনে আনতেই পোস্ট ভরে উঠল লাইক কমেন্টে। সকলেই ভালবাসা জানালেন জয়ার এই পোষ্যদের।