কোন আক্ষেপ মনে চেপে রেখেছিলেন করণ?
21 September 2023
করণ জোহর, সদ্য মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কহানি'। তবে ছবি মুক্তির পর কোন বিষয় আক্ষেপ প্রকাশ করেন তিনি?
বলিউডের অন্দরমহলে সকলের সঙ্গেই মোটের ওপর সম্পর্ক ভাল করণ জোহরের। আর সঞ্চয়লীলা ভনসালি? তাঁর সঙ্গে কেমন কথা হয় করণের?
এবার করণ নিজেই জানালেন আক্ষেপের সুরে কোনওদিন সঞ্জয়লীলা বনসালি তাঁকে ফোন করেননি। কোনও ছবি মুক্তির পর ফোন করেন না
বরং তিনি নিজেই ফোন করে নেন তাঁকে। যদিও তারপর তিনি বলেন, সঞ্জয়লীলা সেভাবে কাউকেই ফোন করেন না। করণ বলে বিশেষ কিছু নয়।
করণের কথায় তিনি নিজেই সকলের সঙ্গে যোগাযোগ করেন। তবে এই ছবি মুক্তির পর তাঁকে সকলে ফোন করেছিলেন। কিন্তু সঞ্জয়লীলার থেকে কোনও ফোন পাননি
এই ফোন না পাওয়া, বা ফোন না করার প্রসঙ্গে যে করণ বেজায় কষ্ট পান, তা এদিনের সাক্ষাৎকারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন করণ জোহর
বলিউডের অন্যতম ব্যস্ত প্রযোজক পরিচালক হলেন করণ। সামনে তাঁর একগুচ্ছ ছবির কাজ পরিকল্পনা করা রয়েছে। তালিকায় রয়েছেন বহু স্টার।
সলমন খান থেকে শুরু করে কার্তিক আরিয়ান, সামান্থা রুথ প্রভু, অনেকের সঙ্গে কাজ করতে চলেছেন করণ জোহর। যদিও তালিকায় কিং খান ফিরবেন কি না, তা সময় বলবে
Learn more