10 October 2023
মানসিক স্বাস্থ্য নিয়ে কী বললেন করণ?
বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর, একটা সময় তিনি নিজেই ছিলেন অ্যাংজাইটির শিকার। তাই মানসিক স্বাস্থ্যের বিষয় বরাবরই থাকেন সচেতন
একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যখন নিজে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, সবটা ঠিক কতটা কঠিন ছিল, কতটা চ্যালেঞ্জের ছিল
তিনি নিজেই একটা সময় ভেবেছিলেন, তাঁর সঙ্গে এমনটা হচ্ছে? তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। করণের কথায়, আমার সঙ্গে এটা ঘটছিল?
যদিও করণ জোহর বরাবরই এই বিষয় থাকেন বিশেষ সচেতন। মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে তাই অভিনেতার আবেদন অভিভাবকদের উদ্দেশে,
যাঁদের পরিবারে মানসিক রোগী রয়েছেন, তাঁদের ফেলে রাখবেন না, পেশাগত চিকিৎসার প্রয়োজন। ঠিক যেমন আমরা ব্লাডপ্রেসার, সুগারের বিষয় সচেতন,
ঠিক ততটাই সচেতনতার প্রয়োজন মানসিক স্বাস্থ্য নিয়ে। এই যুগে এসেও মানুষ মানসিক স্বাস্থ্যকে এড়িয়ে চলেন। মানসিক স্বাস্থ্যের বিষয় ততটা সচেতন নন
karan
এখানেই হচ্ছে ভুল। পরিচর্যার পাশাপাশি প্রয়োজন সঠিক চিকিৎসার। সকলকে তা বুঝতে হবে। সম্প্রতিতে সেলেবদে মানসিক স্বাস্থ্যে নিয়ে সরব হতে দেখা যায়
একাধিক সেলেব মানসিক স্বাস্থ্যহানির সমস্যাতে ভুগেছেন। করিয়েছেন চিকিৎসা। তা নিয়ে সকলকে সচেতনও করছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না করণ
Learn more