শাহরুখের কোন রহস্য ভেদ করলেন করণ?
17 September 2023
করণ জোহার ও শাহরুখ খানের সম্পর্ক বহুদিনের। তাঁরা একে অপরের সঙ্গে ছবিও করেছেন বহু। তাই একে অন্যের বিষয় জানেনও অনেক কিছু।
শাহরুখ খানের সম্পর্কে চোখ বন্ধ করে এমন অনেক অজানা তথ্য দিয়ে দিতে পারেন করণ, যা দর্শকদের কাছে আজও অজানা।
করণের মুখ চেয়ে এমন অনেক কাজ করেছেন শাহরুখ যা তাঁর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।। তার মধ্যে একটি ছবি হল অ্যায় দিল হ্যায় মুশকিল।
এই ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ঐশ্বর্য রাই বচ্চনের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন কিং খান।
যাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাই পর্দায় খুব একটা ভূমিকা ছিল না কিং খানের। ছোট্ট একটি দৃশ্যে উপস্থিত হয়েছিলেন শাহরুখ।
করণ জোহরের অনুরোধে শাহরুখ খানের এই বিশেষ উপস্থিতি। তবে জানেন কি করণের কথা রাখতে শাহরুখ খান এই অভিনয়ে রাজি হয়েছিলেন ঠিকই
তবে তার জন্য কোনও পারিশ্রমিক নেননি। শাহরুখ খান এসব বিষয় বেশ যত্নশীল। বন্ধুত্ব কী করে বজায় রাখতে হয় তা তিনি খুব ভালো করে জানেন।
করণের কথায় আরও একবার তা প্রমাণিত হয়ে গেল। শাহরুখ খান ও কারেন্ট জোহার বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জুটি যাদের ঝুলিতে একসঙ্গে একগুচ্ছ ছবি রয়েছে
Learn more