15th March, 2025
যে পোশাক পরে ক্যাটরিনা খেললেন রং, তার দাম অনেকের এক মাসের বেতন!
TV9 Bangla
Credit - Instagram
দেশজুড়ে ধুমধাম করে হোলির দিন মনের মতো করে রং খেলে সেলিব্রেট করলেন অনেকে। বাদ গেলেন না সিনেদুনিয়ার তারকারা।
এ বার হোলির দিন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ মন ভরে রং খেলেছেন। রং খেলার জন্য একটি সাদা রংয়ের মিনি ড্রেস বেছে নিয়েছিলেন ক্যাটরিনা।
যে পোশাক পরে ক্যাটরিনা কাইফ এ বছর রং খেলেছেন, তা ভীষণ দামী। অনেকেই শুনলে অবাক হতে পারেন, ক্যাটরিনার হোলির পোশাক অনেকের এক মাসের বেতন।
theclosetdiariess এবং filmygyan এর ইন্সটাগ্রাম প্রোফাইল মারফত জানা গিয়েছে, ক্যাটরিনা কাইফ হোলির দিন যে পোশাক পরেছিলেন তাঁর দাম প্রায় ২৫,৩৮০ টাকা।
বাজেটে ফিট করলে গরমকালে যে কেউ ক্যাটরিনার মতো সাদা মিনি লেন্থের ড্রেস বেছে নিতে পারেন। ক্যাটরিনার পোশাকটি রিস্কো ব্র্যান্ডের।
ক্যাটরিনা দোলের দিন যে জামাটি পরেছিলেন, রিস্কো ব্র্যান্ডের ওই পোশাকটির নাম Solana Cotton Dobby Minidress। সেটি ডবি কটন দিয়ে তৈরি।
হোলির দিন ভিকিকে কাছে পেয়ে মন ভরে রং মাখিয়েছেন ক্যাটরিনা কাইফ। ইন্সটাগ্রামে তিনি যে সকল ছবি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে তাঁর এক বোনকেও।
ভিকি এবং তাঁর পরিবারের সকলে একসঙ্গে হোলি খেলেছেন। সেখানে ভিকির ভাই এবং ক্যাটরিনার বোনকেও দেখা গিয়েছে।
আরও পড়ুন