4 January 2024

নম-নম করে মেয়ের বিয়ে, আমির কত টাকার মালিক?

TV9 Bangla

ইরা খান, বয়স মাত্র ২৭ বছর। বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেন তিনি। ৩ জানুয়ারি বিয়ে করছেন তিনি। স্বামী নূপুর । বিয়ের আগেরদিনই শুরু সেলিব্রেশন।

যদিও ইরা খানকে খুব সাধারণ লুকেই বারবার ফ্রেমবন্দি হতে দেখা গেল। সলমন খানের বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে বিয়ের আগের দিন পরিবারের সকলকে নিয়ে সলমনের বাড়ি গিয়েছিলেন আমির খান।

মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত তিনি। তবে জমজমাট রাজকীয় ব্যাপার খুব একটা চোখে পড়ছে না। কারণ একটাই, তিনি খুব সাধারণ লুকেই প্রকাশ্যে আসছেন।

একশ্রেণি যেমন তাঁকে কটাক্ষ করছেন, তেমনই আবার অপর শ্রেণি সেলেব কন্যার এই সাধারণ লুক দেখে প্রশ্ন করছেন। তবে ইরা খান ছবির জগতে পা রাখেননি।

কত টাকার মালিক তিনি জানেন? পাত্রের সামর্থই বা কত? জানলে অবাক হবেন, ইরা খান মাত্র ৪.৯ কোটি টাকার মালিক। যেখানে তাঁর বাবা ১৮৬২ কোটির মালিক। তাঁর একটি এনজিও রয়েছে।

তবে এই টাকায় তাঁর বাবার অর্থের কোনও যোগ নেই। আমির খানের নয়, এটা সবটাই ইরার নিজের আয়। বাবার সম্পত্তির কতটা পাচ্ছেন বা পাবেন তিনি সেই বিষয় এখনও কোনও খবর মেলেনি।

অন্যদিকে নূপুর শিখরে অধিকাংশ সেলেবদের ট্রেইনার। যার মধ্যে সুস্মিতা সেনও রয়েছেন। পাশাপাশি তিনি আমির খানেরও ট্রেনার।

তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮.২ কোটি টাকা। যা ইরা খানের থেকে দ্বিগুন। সব মিলিয়ে বলা যায় ১২ কোটি আয় এই জুটির।