3rd  January, 2025

শাহরুখ খানের 'হবু বৌমা' এই ব্রাজিলিয়ান সুন্দরী?

Credit - X

TV9 Bangla

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সক্কলে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি প্রচুর পার্টি করেছেন অনেকে। শাহরুখ পুত্রও বাদ যাননি।

বর্ষবরণের রাতে পার্টিতে মজেছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পার্টি শেষ করে স্টার কিডকে দেখা যায় টলমল পায়ে সেখান থেকে বেরোতে।

কিং খানের ছেলে বলে আরিয়ান খান বরাবরই থাকেন লাইমলাইটে। বলিউডের সূত্রের খবর, মুম্বইয়ে নিউ ইয়ার ইভের পার্টিতে এসআরকের ছেলের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী।

দীর্ঘদিন ধরে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে জড়িয়েছে ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা বনেসির নাম। সেই তিনিই নিউ ইয়ারের পার্টিতে নাকি ছিলেন আরিয়ানের সঙ্গে।  

সোশ্যাল মিডিয়ায় আরিয়ান খান ও লারিসা বনেসির বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এর পর থেকে নেটিজ়েনদের ব্রাজিলিয়ান সুন্দরী লারিসাকে নিয়ে খোঁজ বেড়েছে।

মডেলিংয়ের পাশাপাশি নাচে পারদর্শী ব্রাডিলিয়ান সুন্দরী লারিসা বনেসি। তিনি অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে কাজ করেছেন।

বলিউডে লারিসা বনেসি পা রেখেছিলেন 'দেশি বয়েজ' সিনেমার গান 'সুবাহ হোনে না দে' গান দিয়ে। গুরু রানধাওয়ার সঙ্গে মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন।

সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন লারিসা বনেসি। বলিউডে সইফ আলি খানের সঙ্গেও কাজ করেছেন ব্রাজিলিয়ান মডেল।