বিজয় মালিয়ার গোয়ার বিলাসবহুল বাংলোর বর্তমান মালিক কে জানেন?
credit:TV9
TV9 Bangla
বিজয় মালিয়ার রঙিন জীবন প্রায় সর্বজনবিদিত। একাধিকবার তাঁর নাম জড়িয়েছে বহু বলি অভিনেত্রীর সঙ্গেও। তারপরেই বদলে যায় সবটা। ভারত সরকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে তদন্ত শুরু করলেই দেশ ছাড়েন বিজয়।
তাঁর বহু সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি গোয়েন্দা সংস্থা। যার মধ্যে একটি বিজয় মালিয়ার শখের গোয়ার কিংফিশার ভিলা। দেশ ছাড়ার পরে ২০১৭ সালে সেই ভিলাকে নিলামে তোলা হয়।
সেই নিলামে কিংফিশার ভিলা যারা কেনেন তাঁরাও কিন্তু যুক্ত অভিনয়ের সঙ্গেই। বলিউডের এক নামী দম্পতি কিনে নেন গোয়ার এই ভিলা।
তাঁরা হলেন সচিন যোশী। বহু বলিউড সিনেমায় অভিনয় করেছেন সচিন। তাঁর স্ত্রী বলি অভিনেত্রী ঊর্বশী শর্মা। বর্তমানে এই দম্পতিই বিজয় মালিয়ার গোয়ার ভিলার মালিক। ভিলাটি কিনে তাঁরা নাম রাখেন কিং ম্যানশন।
বিজয় মালিয়ার ঐ ভিলাটির দাম ছিল ৭৩.০১ কোটি টাকা। ১২, ৩৫০ বর্গফুটের এই বিলাসবহুল ভিলাটি আগে ছিল কিংফিশার এয়ারলাইনসের পেরেন্ট কোম্পানি ইউনাইটেড ব্রিউয়ারিজ হোল্ডিংসের মালিকানাধীন।
সচিন যোশী কেবল অভিনেতা নয় একজন নাম করা ব্যবসায়ীও। ভাইকিং ভেঞ্চারসের মালিক তিনি। কিংস বিয়ার অ্যালকোহল কোম্পানির মালিক তিনি।
শচিন যোশীর বাবা জগদীশ যোশী হলেন জেএমজে ইন্ড্রাস্ট্রিজের মালিক। ২০১১ সালে আজান সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে হাতে খড়ি শচিনের। অভিনয় করেছেন মুম্বই মিরর, জ্যাকপটের মতো সিনেমাতেও।
নাকাব, খাট্টা মিঠা, বাব্বর, থ্রি, চক্রধর এবং আক্রোশের মতো সিনেমাতে অভিনয় করেছেন ঊর্বশী। খতরো কে খিলাড়ি রিয়েলিটি শোতেও দেখা গিয়েছিল ঊর্বশীকে।