30 MAY 2025

৩ বছরে শুরু কেরিয়ার, ৬ বছরেই বিশ্বসুন্দরীর খেতাব! বিরল রেকর্ডের অধিকারিণীকে চেনেন?

credit:Getty Images

TV9 Bangla

মাত্র ৬ বছর বয়স। এই বয়সে বেশিরভাগ বাচ্চা নিজে কি চায় তাই বুঝতে পারে না। সেই বয়সে কিনা গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে মডেলিং করে বেড়াচ্ছে এক মহিলা শিশু।

এমনকি ওই বয়সেই পেয়ে গিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার তকমাও। তিনি হলেন থাইলেন ব্লন্ডেউ। ২০০১ সালে ফ্রান্সের অ্যাইক্স-এন প্রভিন্সে জন্ম এই ফরাসি মডেলের।

মাত্র ৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার খেতাবে থাইলেনকে ভূষিত করে ভোগ এনফ্যান্টস। ডলস অ্যান্ড গাব্বানা, লরিয়াল এবং ভার্সেস-এর মতো একাধিক নামীদামী ডিজাইনারের হয়ে করেছেন মডেলিংও।

তবে শুনলে অবাক হবেন, থাইলেনের মডেলিং কেরিয়ার শুরু হয়েছিল মাত্র ৩ বছর বয়সে। মায়াবী নীল চোখ, সোনালি চুল আর অপরূপ সুন্দর ঠোঁট দেখে নিজের ফ্যাশন শো'তে মডেল হিসাবে বেছে নেন বিখ্যাত ডিজাইনার জিন পল গল্টিয়ার।

১০ বছর বয়সে, ভোগ প্যারিসের প্রচ্ছদে স্থান পাওয়া কনিষ্ঠ মডেল হয়ে ওঠেন থাইলেন। কাজ করেছেন প্রায় সব বড় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে। খুব অল্প বয়সেই ফ্যাশন জগতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

তবে থাইলেনের পরিচয় দিতে গেলে কেবল মডেল বললেই হয় না। প্রখ্যাত মডেল হওয়ার সঙ্গে সঙ্গেই থাইলেন একজন সফল ব্যবসায়ীও বটে। পোশাকের ব্যবসায় দ্রুত বিকাশ হচ্ছে তাঁর।

তাঁর টেক্সটাইল কোম্পানির নাম হেভেন ক্লোথিং। রূপসজ্জা এবং কেশসজ্জার ক্ষেত্রে তাঁর একটি ব্যবসা রয়েছে। থাইলেনের বিউটি সংস্থার নাম এনালাইহিট।

ছোট থেকেই অপরূপ রূপের অধিকারী থাইলেন, কোনও দিনই নিজের খ্যাতির শিখড়ে থেকেও কোনও দিন বয়ে যাননি। নিজের অধ্যাবসায় এবং কঠিন পরিশ্রমের জেরে অনন্য হয়ে উঠেছেন থাইলেন।