09 October 2023

রাস্তায় বেরিয়ে কী মন হল মিমির? 

মিমি চক্রবর্তী, বর্তমানে পুজোর ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন, আসছে তাঁর ছবি রক্তবীজ। সেখানেই আবির চট্টোপাধ্যায় ও মিমিকে অভিনয় করতে দেখা যাবে 

পুজোর মুক্তিতে সকলেই এখন ব্যস্ত। আশাবাদি ছবি নিয়ে। টলিউডের চার বড় ছবি মুক্তির পথে। তারই মাঝে পুজোর ভাইভে ভাসছেন মিমি চক্রবর্তী

শহর কলকাতার এখন সাজো সাজো রব। সেজে উঠছে মন্ডপ, রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে চারিদিকে। এমনই সময় রাস্তায় মিমি 

গাড়িতে বসে করলেন এক ভিডিয়ো। রোদ ঝলমলে সকালে কোনও এক গন্তব্যে যাওয়ার সময় জ্যামের মুখে তিনি। পুজোয় কলকাতার খুব চেনা ছবি 

রাস্তাঘাটে ব্যপক ভিড়। আর তারই আভাস পেলেন মিমি। স্টোরিতে সেই ছবি পোস্ট করে লিখলেন দুর্গা পুজোর অনুভুতি, ট্রাফিক জ্যাম। 

তবে এটা মিমির একার বক্তব্য নয়, গোটা শহর কলকাতাই এমন এক পরিস্থিতিতে অভ্যাস্ত। পুজো মানেই চারিদিকে রাস্তা প্রায় অচল। ভিড় বাস, দিকে দিকে কেবল জনস্রোত 

আর এই পুজোয় দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি রক্তবীজ। মিমি চক্রবর্তী এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করেছেন। প্রকাশ্যে পেয়েছে ছবির লুক 

ট্রেলার দেখে অনেকেই মিমির লুকের প্রশংসা করেছেন। মিমিও জানিয়েছেন, তাঁর কাছে এই ছবি বেশ চ্যালেঞ্জের। তিনি বাইক চালিয়েছেন, বন্দুকও চালিয়েছেন।