মিমি চক্রবর্তী, সদ্য পুজোর মুক্তির ভিড়ে হাজির হয়েছিলেন দর্শক দরবারে। নিয়ে তাঁর ছবি রক্তবীজ। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত, এবার খানিকটা মি-টাইম
অর্থাৎ ব্যস্ত কিছুটা সময় কাটিয়ে এবার নিজের সঙ্গে সময কাটানোর পালা। মিমির পুজোর সময় ব্যস্ততা ছিল তুঙ্গে। পুজোর প্রচার, ছবির মুক্তি থেকে এখন তিনি অনেকটা দূরে
শহর নয়, দেশই ছাড়লেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি করলেন শেয়ার। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাই ছবি পোস্ট করতে হলেন না পিছপা।
আর সেই ছবি পোস্ট হতেই অনেকেই বুঝে গেলেন তা দুবাইয়ের ছবি। সানি ডে উপভোগ করছেন অভিনেত্রী। চোখে তাঁর রোদ চশমা। ফুরফুরে মেজাজে নিলেন সেলফি
কমেন্ট বক্সে স্পষ্ট করে দিলেন একান্তেই এই ছুটি কাটাচ্ছেন তিনি। কাজ থেকে অনেকটা দূবরে নিজেকে সরিয়ে নিয়ে গিয়েছেন। সাধারণ এমনটাই ঘটে।
একটানা কাজের চাপ থাকলেই মিমি সময় করে কিছুটা নিজের সঙ্গে সময় কাটিয়ে নেন। অতীতেও এই ছবি একাধিকবার ধরা পড়েছে ফ্রেমে।
ঘুরতে বরাবরই ভীষণ পছন্দ করেন মিমি চক্রবর্তী। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন কাছে পিঠে কিংবা দূরে কোথাও। কখনও আবার নিজের বাড়ি শিলিগুড়িতে গিয়েও কাটিয়ে আসেন সময়।
মিমি চক্রবর্তীর হাতে এখন আগামী কী প্রজেক্ট রয়েছে, তা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। তবে বেশ কিছু কাজের প্রস্তাব এখন তাঁর ঝুলিতে।